বদলে গেল বিরোধী জোট ইউপিএ-র নাম।

Written by SNS July 19, 2023 10:27 am

বেঙ্গালুরু:- বেঙ্গালুরুতে বিরোধী জোটের সভায় দ্বিতীয় দিন যোগ দিলেন শরদ পাওয়ার। এদিন জোটের ২৬ টি দল জোটের নতুন নাম, কাঠামো এবং কমন অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জোটের নতুন চিত্তাকর্ষক নামও উঠে আসে। সোমবার রাতে সব রাজনৈতিক দলকে বিরোধী জোটের নতুন নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং আলোচনায় ঐক্যমত্য তৈরি করা হবে। সূত্রের খবর অনুযায়ী, নাম নিয়ে দলগুলি একটি যৌথ ঘোষণা জারি করবে। সেখানেই জোটের নতুন নাম এবং তার চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সনিয়া গান্ধীর নাম চেয়ারপার্সন হিসেবে প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, সোনিয়া গান্ধী ইউপিএ ওয়ান ও টু-এর চেয়ারপার্সন ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ দেশে ক্ষমতায় ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী জোটের দুটি উপ-কমিটিও তৈরি করা হবে। একটি কমিটি সাধারণ ন্যূনতম কর্মসূচি তৈরি করবে। অন্যদিকে আরেকটি কমিটি সমাবেশ ও সম্মেলনে কর্মসূচি তৈরি করবে। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী দলগুলির শীর্ষ নেতারা এবং পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিভিন্ন দলের সভাপতিরা উপস্থিত ছিলেন। ১৭ এবং ১৮ জুলাইয়ের বৈঠকে যে ২৬ টি দল অংশ নিয়েছে, তার মধ্যে ১৫ দল গত মাসে পাটনায় প্রথম বিরোধী বৈঠকে হাজির ছিল। এবারের নতুন যে দলগুলি হাজির হয়েছে, তার মধ্যে অনেকগুলিই ছিল তামিলনাড়ু এবং কেরলের। এবং একাধিক বামদলও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী জোটের নাম ইউপিএ থেকে ইন্ডিয়া করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এখানে I: Indian, N: National, D: Democractic, I: Inclusive , A: Alliance.