পৃথিবীর বৃহত্তম ই-স্কুটার কারখানা 

পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কারখানা তৈরি হচ্ছে বেঙ্গালুরুতে। ৫০০ একর জমির উপর এই কারখানা তৈরি করতে চলেছে অ্যাপ ক্যাব সংস্থা ওলা।

Written by SNS New Delhi | March 9, 2021 3:08 pm

ই-স্কুটার (Screen grab: Etergo (dot) com)

পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কারখানা তৈরি হচ্ছে বেঙ্গালুরুতে। ৫০০ একর জমির উপর এই কারখানা তৈরি করতে চলেছে অ্যাপ ক্যাব সংস্থা ওলা। 

ইতিমধ্যে সেই বিশাল জমি ঘুরেও দেখেছেন ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল। তার আশা, আগামী ১২ সপ্তাহের মধ্যে এই কারখানা তৈরি করে ফেলা সম্ভব হবে। 

বছরে প্রায় ১ কোটি ই-স্কুটার তৈরি হবে এই কারখানায়। এই কারখানার নাম দেওয়া হয়েছে ‘ওলা ইলেকট্রিক মােবিলিটি প্রাইভেট’। 

সংস্থার আশা, এই কারখানা বছরে ১ কোটি ই-স্কুটার তৈরি করতে পারে।