• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাড়াটের হাতে প্রাণ হারালো বাড়িওয়ালা 

দিল্লি ২০ আগস্ট — ঘটনাটি ঘটেছে দিল্লিতে । মৃতের নাম সুরেশ। তাঁর বাড়িতে চার দিন আগে ভাড়া থাকতে এসেছিল পঙ্কজ নামের এক যুবক। সে বিহারের বাসিন্দা। বাড়িওয়ালার সঙ্গে মদ খাওয়া নিয়ে বচসা হয় তার। বাড়িতে মদ খেতে বারণ করেছিলেন তিনি।এরপরই সে হাতুড়ি নিয়ে বাড়িওয়ালাকে আক্রমণ করে। মাথায় হাতুড়ির বাড়ি মেরে খুন করে সে। তারপর সুরেশের মোবাইল ফোন

dead body

দিল্লি ২০ আগস্ট — ঘটনাটি ঘটেছে দিল্লিতে । মৃতের নাম সুরেশ। তাঁর বাড়িতে চার দিন আগে ভাড়া থাকতে এসেছিল পঙ্কজ নামের এক যুবক। সে বিহারের বাসিন্দা। বাড়িওয়ালার সঙ্গে মদ খাওয়া নিয়ে বচসা হয় তার। বাড়িতে মদ খেতে বারণ করেছিলেন তিনি।এরপরই সে হাতুড়ি নিয়ে বাড়িওয়ালাকে আক্রমণ করে। মাথায় হাতুড়ির বাড়ি মেরে খুন করে সে। তারপর সুরেশের মোবাইল ফোন আর আইডি কার্ড নিয়ে চম্পট দেয়।

ঘটনার কথা জানাজানি হয় পরের দিন সকালে। সেদিন পঙ্কজ বাড়িওয়ালার ছেলে জগদীশকে হঠাৎ ফোন করে জানায় সে বাড়ি ছেড়ে দিচ্ছে। এতেই সন্দেহ হয় জগদীশের। ছুটে বাড়ির একতলায় যায় সে, দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাবা। পুলিশে খবর দেন তিনিই।

Advertisement

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ভাড়াটে যুবককে গ্রেফতার করে। জেরার মুখে সমস্ত দোষ কবুল করে সে। জানায়, মদ খাওয়া নিয়ে বাড়িওয়ালা তাকে অপমান করেছিল বলে সে এই কাণ্ড ঘটিয়েছে। 

Advertisement

Advertisement