ব্যর্থতায় প্রকাশ্যে আসে জোটের দুর্বলতা : অখিলেশ

লােকসভা ভােটে উত্তরপ্রদেশে মহাজোটবন্ধনের ব্যর্থতা দুটি রাজনৈতিক দলকে ফের একলা চলার পথ দেখাল।

Written by SNS Lucknow | June 6, 2019 5:39 pm

অখিলেশ যাদব (Photo: AFP)

লােকসভা ভােটে উত্তরপ্রদেশে মহাজোটবন্ধনের ব্যর্থতা দুটি রাজনৈতিক দলকে ফের একলা চলার পথ দেখাল। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী একলা চলার কথা ঘােষণা করার পরই অখিলেশও জোট থেকে বেড়িয়ে আসার কথা ঘােষণা করেন।

উত্তরপ্রদেশে জোট গড়ে মাত্র ১৫টি আসন পেয়েছে সপা-বসপা জোট। বিএসপির দখলে গেছে ১০টি আসন। সপা পেয়েছে ৫টি। বাকি ৬২টি আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস ১টি এবং বিজেপি শরিক আপনা দল পেয়েছে ২টি আসন।

চলতি বছরে রাজ্য বিধানসভার ১১টি আসনে মায়াবতী এবং অখিলেশের দল একলা চলার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার জোট ভাঙার কথা ঘােষণা করেন মায়াবতী। পাল্টা একলা চলার ইঙ্গিত দেন অখিলেশ।

এদিন সপা নেতা জানিয়েছেন, ‘জোট একটা পরীক্ষা। অনেক সময় এমন হয়ে থাকে। সাফল্য আসে না। ব্যর্থতা থেকে নিজেদের দুর্বলতা স্পষ্ট হয়ে যায়।’

জোট ভাঙার দায় নিয়ে নিজেদের মধ্যে কাদা ছােড়াছুড়ি করেননি মায়াবতী বা অখিলেশ কেউই। মায়াবতীর প্রতি সম্মান জানিয়েছে অখিলেশ। অন্যদিকে মায়াবতী কোনও কটুক্তি করেননি অখিলেশের সম্পর্কে। অখিলেশের মতে মায়াবতীকে সম্মান দেওয়ার অর্থ নিজেকে সম্মান দেওয়া।

উত্তরপ্রদেশে ১১টি বিধানসভা আসনে উপনির্বাচনে ৯টি আসনে বিজেপি জিতেছে। ১টি করে আসন বসপা এবং সপার দখলে ছিল। ভােট খুব শীঘ্রই হতে পারে বলে মনে করছে রাজনৈতিক দলগুলি।

বিএসপি নেত্রী মায়াবতী তাই তড়িঘড়ি একলা চলার কথা ঘােষণা করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে আগামী দিনে জোটের রাস্তা খােলা রেখেছেন মায়াবতী। তাঁর বক্তব্য সমাজবাদী পার্টির নেতা যদি নিজের দায়িত্ব আগামী দিনে পালন করতে পারেন তাহলে আগামী দিনে আমরা নিশ্চয়ই কথা বলবাে। সম্পর্ক পাকাপাকি হতে পারে।

অন্যদিকে অখিলেশও জানিয়েছেন, জোট হােক বা একলা চলা, রাজনীতিতে যেকোনও পথই নেওয়া যেতে পারে।