দিল্লি, ৩ মে – রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কড়া নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে ভোট পরবর্তী বিভিন্ন প্রস্তাবিত প্রকল্পের উল্লেখ রাজনৈতিক দলগুলি যে করছে, সেসব সামনে রেখে সাহায্য করার অজুহাতে ভোটারদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া যাবে না। তৃতীয় দফার নির্বাচনের আগে এই মর্মে কড়া নিষেধাজ্ঞা জারি করা হল।