• facebook
  • twitter
Monday, 14 July, 2025

দেশের প্রথম ‘সাত্ত্বিক’ ট্রেন

প্যান্ট্রিকারেও ঢোকানো হবে না কোনও ডিম, মাছ বা মাংস

প্রতীকী চিত্র

নিরামিষ ভোজনকারী বিশেষ করে যারা আমিষ একদম ছুঁয়েও দেখেন না তাদের যাত্রাপথে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এই যেমন ট্রেনে বা বিমানে নিরামিষ খাবার খেলেও আমিষ খাবারের ছোঁয়া এড়ানো মুস্কিল। এই নিয়ে অনেক সময়ই প্রশ্ন তুলেছেন রেলযাত্রীরা। তাই এবার এক বিশেষ ব্যবস্থা চালু করল রেল। ভারতীয় রেলে এবার এমন একটি ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে যেটা হবে ১০০ শতাংশ সাত্ত্বিক। অর্থাৎ সেই ট্রেনে খাওয়ানো হবে না কোনও আমিষ খাবার। মাছ-মাংস বা ডিম, কিছুই পাওয়া যাবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

দিল্লি থেকে কাশ্মীর থেকে কাটরা স্টেশন পর্যন্ত যে বন্দে ভারত চলবে, তাতেই এই নিরামিষ খাবার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এটাই হবে দেশের প্রথম নিরামিষ ট্রেন। শুধু তাই নয়, যাত্রীরাও কোনও আমিষ খাবার নিয়ে উঠতে পারবেন না ট্রেনে। ফলে আমিষ খাবারের ছোঁয়া লাগারও সুযোগ থাকবে না।

জানা গিয়েছে, ওই ট্রেনের প্যান্ট্রিকারেও ঢোকানো হবে না কোনও ডিম, মাছ বা মাংস। অর্থাৎ দিল্লি-কাটরা বন্দে ভারতই প্রথম সাত্ত্বিক ট্রেনের সার্টিফিকেট পাচ্ছে।