নিপায় আক্রান্ত রােগীর অবস্থা স্থিতিশীল, জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী

নিপা ভাইরাসে আক্রান্ত ২৩ বছরের যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

Written by SNS Kochi | June 6, 2019 4:43 pm

নিপা ভাইরাস (Photo: Getty Images)

নিপা ভাইরাসে আক্রান্ত ২৩ বছরের যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানালেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। তিনি বলেন, ‘মেডিকেল বুলেটিনে জানান হয়েছে ৩০ মে যে রােগী ভর্তি হয়েছিল তার অবস্থা স্থিতিশীল। অবস্থার অবনতি হয়নি।’

কেরলে নিপার পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানান হয়েছে, ৩১১ জন আক্রান্তের উপর নজর রাখা হয়েছে। তাঁরা সকলেই নিপায় আক্রান্ত কিনা তা বলা না গেলেও সরকার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করছে।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী শৈলজা সাংবাদিকদের জানিয়েছেন, ৫ জন আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকেই এখন কোচির কলামেসরি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। তাঁদের একটি নির্দিষ্ট ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসা চলছে। প্রত্যেকের রক্তের নমুনা ‘মণিপাল ভাইরােলজি ইনস্টিটিউট’ এবং ‘দ্য ন্যাশনাল ইনস্টিটিউড অব ভাইরােলজি ইন পুণে’-তে পাঠান হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার কোচিতে যাওয়ার সম্ভবনা রয়েছে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। বুধবার কোচিতে পৌছেছেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈইলজা।