বিচারপতিদের সম্মেলনে আলাদা করে কথা মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থার ক্ষেত্রে আঞ্চলিক ভাষাগুলিতে জোর দেওয়ার ঘোষনাতে খুশি মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়।

Written by SNS Delhi | April 30, 2022 5:02 pm

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo: IANS/PIB)

পূর্বনির্ধারিত না থাকলেও বিচারপতিদের সম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনের মাঝে চা পানের বিরতিতে তাদের মধ্যে প্রায় মিনিট ৩০ মতো কথা হয়।

সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে। রাজ্যের বকেয়া থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় দুই তরফেই।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থার ক্ষেত্রে আঞ্চলিক ভাষাগুলিতে জোর দেওয়ার ঘোষনাতে খুশি মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়। তবে মোদি-মমতার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

এদিন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ”পশ্চিমবঙ্গে ৭২ জন বিচারকের কাজ করার অপশন থাকলেও মাত্র উনচল্লিশ জনকে নিয়ে কাজ করতে হচ্ছে। আমরা ছ’মাস আগে ১৩ জনের তালিকা পাঠিয়েছিলাম। মাত্র একজনের অনুমতি পেয়েছি।”