মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হওয়া উচিত তা শীঘ্রই ঠিক করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি জানিয়েছেন। স্বাধীনতার দিবসের ভাষণেও প্রধানমন্ত্রী বলেছিলেন, মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিত তা নিয়ে দেশজুড়ে সমীক্ষা চলছে।
কমিটি গঠন হয়েছে, সেই কমিটির সুপারিশ মেনে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। শুক্রবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে ৭৫ টাকার কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মােদি বলেন, মেয়েদের বিয়ের বয়স নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে।
Advertisement
উল্লেখ্য, দেশে এখন মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষদের ২১ বছর। সারদা আইন ১৯২৯ সংশােধন করে ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৫ থেকে বাড়িয়ে ১৮ করা হয়েছিল।
Advertisement
Advertisement



