পহেলগামে সন্ত্রাসবাদী হামলা নিয়ে ফের সরব হলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পহেলগামে পর্যটকদের তাঁদের ধর্মের জন্য আক্রমণ ও হত্যা করা হয়েছিল। একে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনিরের ‘চরম ধর্মীয় দৃষ্টিভঙ্গি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। তাঁর মতে, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিভেদ তৈরি করতে এবং কাশ্মীরের অর্থনাীাতির ভিত্তি পর্যটনকে ক্ষতিগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছিল। নেদারল্যান্ডসের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে একথা বলেন তিনি। তাঁর আরও দাবি, পাকিস্তানের শহরে দিনের আলোয় সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়ায়। পাকিস্তান সরকারের অজান্তে এমন ঘটা সম্ভব কী, প্রশ্ন তুলেছেন জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের গল্পগুলি বিচ্ছিন্ন নয়, বরং পাকিস্তানের সামরিক নেতৃত্বের দ্বারা প্রভাবিত।
তিনি বলেন, ‘যখন দুটি দেশ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখন এটা স্বাভাবিক যে বিশ্বের দেশগুলি ফোন করে তাদের উদ্বেগের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে। কিন্তু যুদ্ধবিরতি এবং সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল।