• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

সন্ত্রাসবাদ পাকিস্তানের রণকৌশল, আগামী দিনে যোগ্য জবাব দেবে ভারত: মোদী

অপারেশন সিঁদুরের পর সোমবার প্রথমবার গুজরাতে পা রাখেন প্রধানমন্ত্রী। সোমবার ভদোদরার পর মঙ্গলবার গান্ধীনগরে এক রোড শোয়ের পর জনসভা করেন মোদী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সোমবারের পর মঙ্গলবারও পাকিস্তানকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ পাকিস্তানের ছায়াযুদ্ধ নয়, বরং সেদেশের যুদ্ধের একটি কৌশল। আগামী দিনে এর যোগ্য জবাব দেবে ভারত, বলেছেন মোদী। মঙ্গলবার গান্ধীনগরের জনসভা থেকে পাকিস্তানকে নিশানা করে মোদী বলেন, ‘যদি কাঁটা ফোটে, তা হলে গোটা শরীরে অস্বস্তি হয়। এবার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওই কাঁটা উপড়ে ফেলব।’

মোদীর কথায়, ‘গত ৬ মে রাতে ভারতীয় বাহিনীর সামরিক অভিযানে যাদের মৃত্যু হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় পাকিস্তানে তাদের শেষকৃত্য করা হয়েছে। পাকিস্তানের পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তাদের কফিন। এমনকি সেদেশের সেনা তাদের স্যালুট জানিয়ে বিদায় দিয়েছে। এর থেকে প্রমাণিত, সন্ত্রাসবাদ পাকিস্তানের যুদ্ধের একটি অঙ্গ। তবে আগামীদিনে এই যুদ্ধের যোগ্য জবাব দেওয়া হবে।’  

Advertisement

মোদী এদিন বলেন, ‘ভারতীয় সেনার কাছে বারবার প্রতিহত হয়েছে পাকিস্তান। তারা বুঝতে পেরেছে যে, তারা জিততে পারবে না। সেজন্য দেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বদলে জঙ্গিদের মদত দিয়ে চলেছে।’  তাঁর কথায়, আমরা শান্তিতে থাকতে চাই, অন্যরাও শান্তিতে থাকুক তাও চাই। কিন্তু আমাদের সামর্থ্যকে চ্যালেঞ্জ জানালে আমরা চুপ করে থাকব না। 

Advertisement

অপারেশন সিঁদুরের পর সোমবার প্রথমবার গুজরাতে পা রাখেন প্রধানমন্ত্রী। সোমবার ভদোদরার পর মঙ্গলবার গান্ধীনগরে এক রোড শোয়ের পর জনসভা করেন মোদী। পাক অধিকৃত কাশ্মীরের দুর্দশা নিয়ে সরাসরি কংগ্রেস ও পরোক্ষে জওহরলাল নেহরুর দুর্বল নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোদী। তিনি বলেছেন, সর্দার প্যাটেল (সর্দার বল্লভভাই প্যাটেল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও গুজরাতের ভূমিপুত্র) তখনই চেয়েছিলেন পাকিস্তানের দখল করা কাশ্মীর সেনার সাহায্যে পুনর্দখল করতে। কিন্তু, তাঁকে তা করতে দেওয়া হয়নি। তাঁর কথায়, ‘যে রাতে প্রথম কাশ্মীরে সন্ত্রাসে হামলা চলল, উপত্যকার একটা অংশ আমাদের থেকে কেড়ে নেওয়া হল, ওই দিনই ওদেরকে মেরে ফেলা যেত। তাহলে আজ এই দিনগুলো দেখতে হত না।’

সিন্ধু জলচুক্তি বাতিল প্রসঙ্গে মোদীর মন্তব্য, ‘এখনও আমরা তেমন বড় কিছু করিনি। কিন্তু তাতেই অন্যেরা ঘেমে নেয়ে উঠছে। আমরা পলি সংস্কার করে আমাদের বাঁধের জলধারণ ক্ষমতা বাড়াচ্ছি। আর এতেই কোথাও কোথাও ভেসে যাবে। আমরা কিছু না করেই অন্যদের ঘামিয়ে দিয়েছি।’   

মোদী এদিন  বলেন,  ‘এবার সব কিছু হয়েছে ক্যামেরার সামনে, যাতে কেউ দেশে ফিরে প্রমাণ চাইতে না-পারে।’ মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরেj জনসভায়  অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরার পাশাপাশি বিরোধীদের খোঁচা দিতেও ভুললেন না প্রধানমন্ত্রী।

Advertisement