• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জঙ্গি কার্যকলাপের সন্ধানে তিন রাজ্যে এনআইএ হানা

বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে তল্লাশি অভিযান শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

পহেলগাম কাণ্ডের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকচরদের গ্রেপ্তার করেছে পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি। জঙ্গি কার্যকলাপের সন্ধানে এবার তিন রাজ্যে তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশে তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ।

এনআইএ সূত্রে খবর, পাঞ্জাবে ন’টি, হরিয়ানায় সাতটি এবং উত্তর প্রদেশে দু’টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের সঙ্গে যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও এনআইএ-র তরফে জানানো হয়নি।

Advertisement

পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের হয়ে চরবৃত্তির প্রথম অভিযোগ ওঠে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে তথ্য দেওয়ার অভিযোগে ইঞ্জিনিয়ার, পড়ুয়া, ব্যবসায়ী-সহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

এখানেই শেষ নয়, পাঞ্জাব এবং হরিয়ানা থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। এমনকী পাঞ্জাবে নাশকতার পরিকল্পনারও চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তারপর থেকে বারংবার দেশের বিভিন্ন রাজ্যে জঙ্গি কার্যকলাপের সন্ধানে হানা দিচ্ছে এনআইএ।

Advertisement