• facebook
  • twitter
Thursday, 1 January, 2026

৫ কেজি সোনা পরে তিরুমালা মন্দিরে পুজো তেলেঙ্গানার ক্রীড়াকর্তার

৫ কেজি সোনা গায়ে পরে তিরুমালা মন্দিরে পুজো দিলেন তেলেঙ্গানার ক্রীড়াকর্তা। সেই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

৫ কেজি সোনা গায়ে পরে তিরুমালা মন্দিরে পুজো দিলেন তেলেঙ্গানার ক্রীড়াকর্তা। সেই ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উপস্থিত ভক্তরা ওই ব্যক্তিকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন। ওই ক্রীড়াকর্তার বক্তব্য, এটি ঈশ্বরের প্রতি তাঁর উত্সর্গের একটি উপায়। সোনার গয়না পরিধান করে তিনি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ করেন।

তেলেঙ্গানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হায়দরাবাদের কোন্ডা বিজয় কুমার প্রায় পাঁচ কেজি সোনার গয়না পরেছিলেন। মহিলারা সাধারণত সোনার গয়নায় নিজেকে সাজাতে পছন্দ করেন, কিন্তু এক্ষেত্রে বিষয়টি অন্যরকম। তিনি শুধু গয়নায় পরেননি, তা পরে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের দর্শনের জন্য তিরুমালাতেও এসেছিলেন।

Advertisement

বিজয় কুমার জানান, সোনার প্রতি তার বিশেষ ভালবাসা রয়েছে এবং সেই কারণেই তিনি এত ভারী গহনা পরেছিলেন। তিনি ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত এবং তিরুমালা মন্দিরে নিয়মিত দর্শনার্থী। এটি ঈশ্বরের প্রতি তাঁর উত্সর্গের একটি উপায়। তিনি সোনার গয়না পরিধান করে তাঁর শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ করেন।

Advertisement

বিজয় কুমারের সোনার প্রতি ভালোবাসা নতুন কিছু নয়। তিনি প্রায়ই তিরুমালা মন্দিরে যান এবং প্রতিবার কিছু বিশেষ সোনার গয়না পরেন। ৩১ ডিসেম্বর, বিজয় কুমার ভিআইপি বিরতির সময় তিরুমালা মন্দির পরিদর্শন করেছিলেন। আর এবারও তাঁর সোনার গয়না সবাইকে হতবাক করে দিয়েছে। বিজয় কুমারের এই অনন্য সাজ তিরুমালায় আলোচনার বিষয় হয়ে ওঠে।

Advertisement