স্কুলে শিক্ষকের হাতে ধারালাে কুঠার। শিশুকে পেটাতে পেটাতে কুঠার দিয়ে কোপানাের হুমকি দিচ্ছে সে। প্রকাশ্যে এসেছে এমনই এক ভয়ঙ্কর ভিডিও।
জম্মু কাশ্মীরের হান্দওয়ারার একটি বেসরকারি স্কুলের ঘটনা। ভিডিওটিতে দেখা যাচ্ছে ৯ বছরের একটি বালককে বেধড়ক পেটাচ্ছে শিক্ষক। বাচ্চাটা মাটিতে শুয়ে পড়ে কাঁদছে। আর শিক্ষক হাতের কুঠারটি শিশুটির গলায় ঠেকিয়ে তাকে কুপিয়ে মারার হুমকি দিচ্ছে।
Advertisement
কী অপ্রাধে শিশুটিকে এমন শাস্তি দেওয়া হচ্ছিল, তা জানা যায়নি। সােশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র ধিক্কার ভেসে আসে নেটিজেনদের তরফ থেকে।
Advertisement
অবিলম্বে ঐ শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। হান্দওয়ারার এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, খুব শীঘ্রই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement



