শোনা যাচ্ছে যে জামশেদপুরের মতোই নতুন শহর তৈরি করতে চলেছেন রতন টাটা। এই শহরে এমনই সব সুবিধা থাকবে যা জামশেদপুরকেও পিছনে ফেলে দেবে।
জানা গিয়েছে, তামিলনাড়ুতে একটি নতুন শহর প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে টাটা সংস্থা। সেখানে সমস্ত সুযোগ-সুবিধা থাকবে। এই শহর জামশেদপুরের থেকেও বেশি আধুনিক হতে পারে।
Advertisement
২০২০ সালে হসুরের কাছে থিমজেপল্লী গ্রামে টাটা ইলেকট্রনিক্স একটি প্ল্যান্ট তৈরি করে। মূলত অ্যাপেলের আইফোন তৈরির কাজ হয় এই প্ল্যান্টে। ২০ হাজার কর্মী কাজ করেন এই কারখানায়। জানা গিয়েছে, তামিলনাড়ু সরকারের সহযোগিতাতেই টাটা প্ল্যান্টে কর্মরতদের জন্য বাড়ি তৈরি করা হবে।
Advertisement
এর জন্য টাটা গ্রুপ ৫০৮ কোটি টাকা খরচ করবে বলেই জানা গিয়েছে। ১৪টি ব্লকে মোট ৩০০০ ফ্ল্যাট তৈরি করা হবে।
Advertisement



