• facebook
  • twitter
Friday, 13 September, 2024

কংগ্রেসে যোগ দিইনি – ডিগবাজি স্বপ্নার

তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না। এই কথা জানিয়ে দিয়েছেন হরিয়ানার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী।

স্বপ্না চৌধুরী

দিল্লি, ২৪ মার্চ- তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না । তাঁর সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগাযোগ নেই। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে রবিবার স্পষ্টভাষায় এই কথা জানিয়ে দিয়েছেন হরিয়ানার জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী।

উত্তরপ্রদেশের কংগ্রেস কমিটির প্রধান রাজ বব্বরের উপস্থিতিতে তাঁর দিল্লির বাসভবনে শনিবার এক ঘরোয়া অনুষ্ঠানে স্বপ্না চৌধুরী কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন বলে খবর প্রচারিত হয়েছিল। স্বপ্নার স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবিও প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। তবে সেই ছবি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়ে স্বপ্না বলেছেন, ওইগুলো কীসের কাগজ, কখন এই ঘটনা ঘটেছিল, সে ব্যাপারে আমি নিশ্চিত নই । আমি সব দলের লোকদের সঙ্গেই সম্পর্ক রাখি। আমিন একজন শিল্পী, রাজনীতিতে যোগ দিচ্ছি না। যদি কোনো দিন রাজনীতিতে যোগ দিই, তাহলে তা প্রকাশ্যে জানাব।