• facebook
  • twitter
Sunday, 3 November, 2024

‘কৃষক সমাজ দেশের অন্নদাতা , অপরাধী নন’ কৃষকদের পাশে দাঁড়ালেন ‘ভারতরত্ন’ ঘোষিত স্বামীনাথনের কন্যা 

দিল্লি, ১৪ ফ্রেব্রুয়ারি – ভারতের কৃষকরা দেশের অন্নদাতা, তাঁরা অপরাধী নন। তাঁদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা যায় না। এমনই মন্তব্য করলেন দেশের ‘সবুজ বিপ্লব’-এর জনক তথা খ্যাতনামা কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথনের কন্যা মধুরা স্বামীনাথন। কৃষকদের মিছিল রুখতে হরিয়ানা সরকারের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিক্রিয়া হিসাবে মধুরা এই মন্তব্য করেন। তিনি মঙ্গলবার জানান, দেশবাসীর মুখে অন্ন