• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

আমি ব্রাহ্মণ, চৌকিদার হতে পারব না, তোপ স্বামীর

আমি ব্রাহ্মণ, চৌকিদার হতে পারব না, তোপ স্বামীর

সুব্রহ্মণ্য স্বামী (ছবি- IANS)

দিল্লি, ২৪ মার্চ- ফের উলটো গাইলেন বিজেপির বিতর্কিত মন্তব্য করার জন্য খ্যাত নেতা সুব্রহ্মণ্যম স্বামী। চৌকিদারের লাইন লেগে গিয়েছে গেরুয়া শিবিরে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সব কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব ট্যুইটার প্রোফাইলে নিজের নামের আগে চৌকিদার হয়ে গেলেও তিনি হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন সুব্রহ্মণ্য স্বামী। তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

থান্থি টিভি নামে একটি তামিল টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, আমি ব্রাহ্মণ, চৌকিদার হতে পারব না। আমি নির্দেশ দেব, চৌকিদাররা তা পালন করবে। জাতপাত নিয়ে নাক-উঁচু হিসাবে পরিচিত এই নেতার মন্তব্যকে ভাল চোখে দেখেননই অনেকেই। তাঁর এই মন্তব্যের ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। লোকসভা নির্বাচনের আগে চৌকিদার চোর হ্যায় এর জবাব দিতে গিয়ে ম্যায় ভি চৌকিদার স্লোগান দিতে শুরু করেছেন নরেন্দ্র মোদি । তাঁর সেই প্রয়াসকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তাঁরই দলের এই প্রবীণ নেতা।