• facebook
  • twitter
Friday, 13 June, 2025

ইডি তার এক্তিয়ার ছাড়িয়ে যাচ্ছে, কড়া ভাষায় তিরস্কার সুপ্রিম কোর্টের

গত ২৩ এপ্রিল ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের সরকার এবং টাসমাক ৷ এই মামলায় ইডির তদন্তের উপর স্থগিতাদেশ জারি হল ৷

ফাইল চিত্র

তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় ইডিকে তুলোধোনা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ রীতিমতো কড়া ভাষায় জানিয়েছে, ‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।’ সংস্থার বিরুদ্ধে চলা সমস্ত তদন্তে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত। 
তামিলনাড়ুতে মদের দোকানের অনুমোদন দেয় সরকারি সংস্থা তামিলনাড়ুর স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসমাক৷ চলতি বছরের মার্চ মাসে টাসমাক-এর সদর কার্যালয় ছাড়া অন্য কয়েকটি কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ এই তল্লাশিকে বেআইনি বলে উল্লেখ করে তামিলনাড়ুর ডিএমকে সরকার ৷ রাজ্য এবং টাসমাক ইডির তল্লাশির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়৷ আদালত এই আবেদন খারিজ করে ইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেয়৷ গত ২৩ এপ্রিল ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের সরকার এবং টাসমাক ৷ এই মামলায় ইডির তদন্তের উপর স্থগিতাদেশ জারি হল ৷

ইডির অভিযোগ, তামিলনাড়ুতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার কাজে এক হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে ৷ মদ প্রস্তুতকারী কোম্পানিগুলি মদ সরবরাহের অর্ডার নিশ্চিত করতে বিপুল অর্থ খরচ করেছে ৷ এর নির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি ৷ এই মামলার শুনানিতে এদিন টাসমাক-এর তরফে প্রবীণ আইনজীবী কপিল সিবাল আদালতে জানান, এই কর্পোরেশন রাজ্যে মদের দোকানের লাইসেন্সে ছাড়পত্র দেয় ৷ লাইসেন্স পাওয়া দোকানদারদের মধ্যে অনেকে টাকা নিচ্ছেন বলে জানা যায় ৷