• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিব্বলের ‘টাইমলাইন’ বিস্মিত বিচারপতির প্রশ্ন ‘৩০ বছরের কেরিয়ারে দেখিনি’

কপিল সিব্বলের 'টাইমলাইন'  তত্ত্ব শুনতেই বিচারপতি জে পার্দিওয়ালার বিস্মিত প্রশ্ন , “ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের। ৩০ বছরের কেরিয়ারে দেখিনি

 আর জি কর মামলা শীর্ষ আদালতে ওঠার প্রথম মহুর্ত থেকে রাজ্যকে নানাভাবে অপদস্থ হতে দেখা গিয়েছে। প্রধান বিচারপতির ভর্ৎসনা থেকে শুরু করে প্রশ্নবাণ ধেয়ে এসেছে রাজ্য পুলিশ থেকে শুরু করে রাজ্য সরকারের দিকে। এবার ফের সেই একই দৃশ্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ। এবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের ‘টাইমলাইন’  তত্ত্ব শুনতেই বিচারপতি জে পার্দিওয়ালার বিস্মিত প্রশ্ন , “ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের। ৩০ বছরের কেরিয়ারে দেখিনি। সবমিলিয়ে রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে বারবার প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার শীর্ষ আদালতে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু মামলার শুনানি চলাকালীন কপিল সিব্বল বলেন, ‘দেহ উদ্ধার হয় সকালে। তখনই বিষয়টি টালা থানায় জানানো হয়। সকাল ১০ টা বেজে ১০ মিনিটে জিডি করা হয়। এর পর সন্ধ্যে ৬ টা ১০ থেকে ৭ টা ১০-এর মধ্যে হয় চিকিৎসকের ময়নাতদন্ত। রাত ১১ বেজে ৩০ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়। এফআইআর হয় তারও ১৫ মিনিট পর অর্থাৎ ১১ টা বেজে ৪৫ মিনিটে। তখনি বিচারপতি প্রশ্ন করেন মৃত্য সকালে হলে এফআইআর রাতে কেন ? প্রশ্নের জবাবে কপিল সিব্বল বলেন আমাদের কাছে ঘটনার পুরো ‘টাইমলাইন’ আছে। আর এরপরই বিচারপতি জে পার্দিওয়ালার বিস্মিত প্রশ্ন , “ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের। ৩০ বছরের কেরিয়ারে দেখিনি।’

Advertisement

এরপর সিব্বলের দিকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন, কেন গোটা দিন পেরিয়ে রাত সাড়ে এগারোটায় সুরক্ষিত করা হল ঘটনাস্থল? কেন ময়নাতদন্তের পর পর দায়ের হল অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ? লাগাতার প্রশ্নের মুখে সিব্বলের দাবি, তাঁদের কাছে টাইমলাইন রয়েছে। ।

Advertisement

এদিন রাজ্যের যুক্তিতে মোটেই সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি জে পার্দিওয়ালা বলেন, তিনি তাঁর ৩০ বছরের কেরিয়ারে দেখেননি যে আগে ময়নাতদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হচ্ছে। কপিল সিব্বলের একাধিক যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তুলোধোনা করেন কলকাতা পুলিশকেও।

৯ আগস্ট থেকে আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় বাংলা। জল গড়িয়েছে শীর্ষ আদালতে। বৃহস্পতিবার আদালতে স্টেটাস রিপোর্ট দেয় সিবিআই, রাজ্য ও কলকাতা পুলিশ। এর পরই ঘটনার দিনের ঘটনাক্রম ও পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিচারপতিরা। সকাল ১০ টা থেকে এফআইআর দায়েরে কেন বেজে গেল রাত ১১ টা ৪৫? গোটা দিন পেরিয়ে রাত সাড়ে এগারোটায় সুরক্ষিত করা হল ঘটনাস্থল? তাহলে মাঝের সময়টা পুলিশের ভূমিকা কী ছিল? সেই প্রশ্ন তুললেন বিচারপতি। যদিও কেস ডায়েরিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর সময় ১১ টা ৪৫ উল্লেখ করা হলেও রাজ্যের দাবি তা হয়েছে দুপুর ১ টা ৪৫ মিনিটে। রাজ্যের তরফে জানানো হয়, সবকিছুর ভিডিওগ্রাফি করা হয়েছে। এফআইআর দায়েরে বিলম্ব হওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, “রাজ্য বলছে মৃতার বাবা এফআইআর দায়ের করার অনুমতি দেননি।”

Advertisement