• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এসআইআর-এ বেআইনি কিছু হলে পুরো প্রক্রিয়াই বাতিল : সুপ্রিম কোর্ট

আসন্ন বিহার নির্বাচনে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।

আসন্ন বিহার নির্বাচনে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। সোমবার এই মামলা বিচারপতি সুর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে উঠলে আদালতের পর্যবেক্ষণ, বিহার নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে।

নির্দেশের পাশাপাশি মামলাটি আপাতত স্থগিত না করে ফের শুনানির দিন আগামী ৭ অক্টোবর ধার্য করে বেঞ্চ। সব ঠিক থাকলে, সেদিনই বিশেষ রিভিশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালত চূড়ান্ত রায় দেবে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে এই রিভিশন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

আদালতের হুঁশিয়ারির ফলে নির্বাচন কমিশনের ওপর চাপ আরও বেড়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ দিনকয়েক আগেই সুপ্রিম কোর্টে এসআইআর-এ নথি মামলায় ধাক্কা খেয়েছিল কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ক্ষেত্রে ১২তম প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কমিশনের বহু আপত্তি সত্বেও এই সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

কিন্তু শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়েছে, আধার কখনই নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না। দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের সিইও-কে নির্দেশ দিয়েছে। পাশাপাশি এও স্পষ্ট করা হয়েছে, এই ১২টি নথি ছাড়া আর কোনও নথি গৃহীত হবে না এই কাজের ক্ষেত্রে।

এদিন শীর্ষ আদালতে ফের অস্বস্তির মুখে নির্বাচন কমিশন। বেঞ্চ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলে, ‘ভুলে যাবেন না নির্বাচন কমিশন একটি সংবিধান স্বীকৃত সংস্থা।আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে কমিশন আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি দেখা যায় তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।’

শুধু তাই নয়, শীর্ষ আদালত এদিন এও জানিয়েছে, বিহারের এসআইআর মামলায় টুকরো টুকরো করে নানারকম মতামত এখনই দিতে রাজি নয় আদালত। কারণ এই মামলার রায় শুধুমাত্র বিহারের জন্য নয়, সারা দেশের নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ার উপরেই প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় হবে সর্বভারতীয় প্রেক্ষাপটে। এই মামলার চূড়ান্ত শুনানি আগামী ৭ অক্টোবর।

এর আগে বিহার এসআইআর মামলায় ১২ তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করার আদেশে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, আধার আইন অনুযায়ী, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’-এর ধারা ২৩(৪) অনুসারে, এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।

প্রসঙ্গত, এসআইআর-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়।

Advertisement