প্রসঙ্গত, গত ১৮ জুন সর্বভারতীয় স্তরে ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল। ঠিক তার পরের দিনই পরীক্ষা বাতিল করা হয়। আগামী ২১ আগস্ট ফের ইউজিসি-নেট পরীক্ষার দিন স্থির হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “প্রায় দু’মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। ২১ আগস্ট আবার পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এমন সময়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলাকে গুরুত্ব দেওয়া হলে, তা অযথা অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।” শীর্ষ আদালত আরও জানিয়েছে, ২১ আগস্ট প্রায় ন’লাখ পরীক্ষার্থীর ইউজিসি-নেট পরীক্ষায় বসার কথা রয়েছে। তাই এখন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না।
জুলাই মাসেও ইউজিসি-নেট পরীক্ষাকে বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয় । সেই মামলাও খারিজ করে দেয় আদালত। ওই মামলায় শীর্ষ আদালতের যুক্তি ছিল, কোনও পরীক্ষার্থী মামলাটি করেননি। মামলা করেছিলেন এক জন আইনজীবী। সেইজন্য জুলাই মাসের ওই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
Advertisement
Advertisement
Advertisement



