রবিবার ইন্দোরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি জানিয়েছেন,আপনারা সবাই আমাকে প্রধানমন্ত্রী হিসেবেই চেনেন।খুব কম মানুষই জানেন বিজেপির অন্দরে আমাকে বকার মানুষও আছেন।হ্যাঁ একমাত্র তিনিই আমাকে শাসন করতে পারেন।সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুমিত্রা মহাজন।এখানেই শেষ নয়,নরেন্দ্র মােদি বলেন,তিনি ও তাঁর ভাই একসঙ্গে বিজেপিতে কাজ করেছেন।কাজের প্রতি তাঁর নিষ্ঠা অস্বীকার করার নয়।
নমাে প্রতিশ্রুতি দেন,সুমিত্রা মহাজন ইন্দোরের উন্নতির যে স্বপ্ন দেখেছিলেন, তার কোনােটাই অপূর্ণ থাকবে না।টানা আটবার সাংসদ হয়েছেন সুমিত্রা মহাজন।তবে এপ্রিলে ৭৬ বছরে পা দেয়ার পরই নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি জানান,নির্বাচনে না দাঁড়ালেও কাজ করবেন দলের জন্য থাকবেন নির্বাচনী প্রচারেও।সুমিত্রা মহাজনের পরিবর্তে এবার ইন্দোর থেকে প্রার্থী হয়েছেন শঙ্কর লালওয়ানি।১৯ মে শেষ দফার নির্বাচনে ভােটগ্রহণ পর্ব ইন্দোৱে।
Advertisement
Advertisement
Advertisement



