নবরাত্রি চলাকালীন মা দুর্গার নয়টি অবতারের ওপরে নয়টি ফিলাটেলিক বিশেষ প্রচ্ছদ ১৭ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ সার্কেলের ডাক বিভাগের তরফে।
চলতি দুর্গোৎসবে এবং মাতৃ শক্তির আরাধনায় এই বিশেষ উদ্যোগ ডাক বিভাগের। এই বিশেষ প্রচ্ছদ আমাদের নারী বাহিনীকে উৎসর্গ করা হয়েছে। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানাের মহিলা ক্ষমতায়নের কথা ভেবে ‘সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট’ ( এসএসএ ) আনা হয়েছে।
Advertisement
রাজ্যের যে কোনও পােস্ট অফিস থেকে ওই অ্যাকাউন্ট খােলা যাবে। এই অ্যাকাউন্টের জন্য ১০ বছর বয়স পর্যন্ত বাচ্চা মেয়েরা যােগ্য। এর জন্য প্রধান পােস্ট অফিস বিশেষ কাউন্টার খুলতে চলেছে।
Advertisement
Advertisement



