দু’বছর পর জগন্নাথের রথের দড়ি টানবেন সাধারণ ভক্ত। পুরীতে তার প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু এরই মাঝে ফের বাড়ছে করোনা। এই পরিস্থিতিতেই আগামী শুক্রবার , ১ জুলাই রথযাত্রা পালন করতে তৈরি হচ্ছে পুরী। আর তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে ওড়িশা প্রশাসন।
জারি হয়েছে করা একগুচ্ছ নির্দেশিকা৷ইতিমধ্যেই এক সরকারি আধিকারিক জানিয়েছেন, রথযাত্রায় অংশ নিতে আসা ভক্তদের জন্য মাস্ক বাধ্যতামূলক।
Advertisement
মনে করা হচ্ছে , উৎসব উপলক্ষে সব মিলিয়ে ১০ লক্ষ মানুষের আগমন হতে পারে পুরীতে। গত সোমবারের হিসেব বলছে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন।
Advertisement
অ্যাকটিভ কেস সাড়ে চারশোরও বেশি। এই পরিস্থিতিতে এত বেশি সংখ্যক মানুষের আগমনে রাতারাতি লাফিয়ে বাড়তে পারে সংক্রমণের হার। তাই কড়া বিধিনিষেধের পথেই হাঁটছে প্রশাসন।
Advertisement



