• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্টক শেষ, ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ বন্ধ: কেজরিওয়াল

টিকা শেষ হয়ে গিয়েছে, তাই শনিবার থেকেই ১৮ উর্ধ্বদের টিকাকরণ কর্মসূচি আপাতত স্থগিত করার কথা ঘােষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রতীকী ছবি (Photo: SNS/Deepak)

টিকা শেষ হয়ে গিয়েছে, তাই শনিবার থেকেই ১৮ উর্ধ্বদের টিকাকরণ কর্মসূচি আপাতত স্থগিত করার কথা ঘােষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । 

শনিবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শনিবার থেকে ১৮ উর্ধ্বদের টিকাকরণ স্থগিত করা হচ্ছে, কারণ টিকার স্টক ফুরিয়ে গিয়েছে। সে কারণেই টিকাকরণ কেন্দ্রগুলাে বন্ধ রাখা হয়েছে। তবে কিছু কেন্দ্রে সামান্য সংখ্যক যে টিকা রয়েছে, তা শনিবারই কাজে লাগানাে হবে। 

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, গােটা দিল্লিবাসীকে টিকা দিতে গেলে ৮০ লক্ষ টিকার ডােজের প্রয়ােজন। এর পরই কেন্দ্রের কাছে তিনি আর্জি জানিয়ে বলেন, টিকার আকাল থেকে রাজ্যগুলােকে স্বস্তি দিতে বিদেশ থেকে টিকা কেনার ব্যবস্থা করুন। তাঁর কথায়, বিদেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকা কিনে রাজ্যগুলােকে সরবরাহ করা উচিত কেন্দ্রের।

Advertisement

Advertisement