• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছবির পর্দায় বিশেষ ভাবে সক্ষমদের ‘অমর্যাদা’ করা যাবে না, নির্দেশিকা সুপ্রিম কোর্টের 

দিল্লি, ৮ জুলাই – সিনেমা বা অন্য কোনও পর্দায় শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ ভাবে সক্ষমদের ‘অমর্যাদা’ করা যাবে না। সোমবার  এই নির্দেশিকা জারি করেছে  দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশে বলা  হয়েছে যে, বিশেষ ভাবে সক্ষমদের উদ্দেশে ‘পঙ্গু’, ‘বিকলাঙ্গ’ বা ‘জড়বুদ্ধি’-র মতো শব্দ ব্যবহার করা যাবে না। কারণ, সাধারণ সামাজিক ধ্যানধারণায় ওই শব্দগুলি সম্মানজনক নয়। একটি হিন্দি ছবিতে বিশেষ ভাবে

ফাইল চিত্র

দিল্লি, ৮ জুলাই – সিনেমা বা অন্য কোনও পর্দায় শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ ভাবে সক্ষমদের ‘অমর্যাদা’ করা যাবে না। সোমবার  এই নির্দেশিকা জারি করেছে  দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশে বলা  হয়েছে যে, বিশেষ ভাবে সক্ষমদের উদ্দেশে ‘পঙ্গু’, ‘বিকলাঙ্গ’ বা ‘জড়বুদ্ধি’-র মতো শব্দ ব্যবহার করা যাবে না। কারণ, সাধারণ সামাজিক ধ্যানধারণায় ওই শব্দগুলি সম্মানজনক নয়। একটি হিন্দি ছবিতে বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে কিছু দৃশ্যে আপত্তি তুলে সুপ্রিম কোর্টে মামলা করেন নিপুণ মালহোত্র নামে এক ব্যক্তি। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি ওঠে। প্রধান বিচারপতি বলেন, ‘‘শব্দ অনেক সময়েই প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে তোলে। বিশেষ করে পঙ্গু, বিকলাঙ্গের মতো কিছু শব্দকে  আমাদের সমাজে  অবমাননাকর বলে ধারণা রয়েছে  ।’’ প্রধান বিচারপতির বেঞ্চ তাই ছবির পর্দায় ওই ধরনের শব্দের ব্যবহার এবং বিশেষ ভাবে সক্ষমদের অবমাননা সংক্রান্ত নির্দেশিকা বেঁধে  দিয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে, ‘‘দৃশ্যমাধ্যমগুলির উচিত বিশেষ ভাবে সক্ষমদের জীবনের অন্য ইতিবাচক দিকগুলিকে গুরুত্ব দিয়ে সেইসব  গুণাবলী পর্দায় ফুটিয়ে তোলা। শুধু তাঁদের অসুবিধা বা সমস্যার কথা তুলে না ধরে, তাঁদের সাফল্য, তাঁদের মেধার বিকাশ , সমাজে তাঁদের অবদানের কথা তুলে ধরা ।’’

প্রধান বিচারপতি জাতীয় ফিল্ম সার্টিফিকেশন সংস্থা সিবিএফসি-কে বলেছে, এ ই বিষয় সংক্রান্ত যে কোনও ছবির প্রদর্শনের আগে সিবিএফসি-র  বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে  ।

Advertisement

Advertisement

Advertisement