• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কমিশনের বিশেষ বৈঠক, আমন্ত্রিত পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের প্রশাসন

বিহার নির্বাচনের আগে

প্রতীকী চিত্র

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও নির্ভুল হয়, তার প্রস্তুতিতে নেমেছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যেই বিহার-সহ প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠকে বসছে কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হবে আগামী ৩০ অক্টোবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে উপস্থিত থাকবেন চার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের নোডাল আধিকারিকরা। মূলত ভোটের সময় বেআইনি অর্থ, অস্ত্র, কিংবা অন্য কোনও অবৈধ সামগ্রী যাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে সমন্বয় গড়ে তোলাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

Advertisement

বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়— ৬ ও ১১ নভেম্বর। ভোটের সময় যত এগিয়ে আসছে, প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি ততই জোরদার করা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, চার রাজ্যকেই ২৪ অক্টোবরের মধ্যে আগের বিধানসভা নির্বাচনে ঠিক কত পরিমাণ অবৈধ দ্রব্য বাজেয়াপ্ত হয়েছিল, তার বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে।

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাজে আস্থা প্রকাশ করেছে। আদালতের পর্যবেক্ষণ, ‘কমিশন নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে। এ বিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই।’

রাজনৈতিক মহলের ধারণা, বিহার ভোটের আগে আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি আরও বাড়াতে চাইছে কমিশন। বেআইনি অর্থ বা অস্ত্র যাতে ভোট প্রক্রিয়ায় প্রভাব না ফেলে, সেদিকে বিশেষ নজর থাকবে। তাই প্রতিবেশী রাজ্যগুলির সহযোগিতায় একক নিরাপত্তা ও তদারকি কৌশল গড়ে তুলতে চাইছে কমিশন।

সব মিলিয়ে, বিহার ভোট ঘিরে যেমন রাজনৈতিক উত্তেজনা চরমে, তেমনই প্রশাসনিকভাবে তা নির্বিঘ্ন রাখতে কমিশনের প্রস্তুতিও চলছে পুরোদমে।

Advertisement