রাহুলের বিরুদ্ধে মামলার শুনানি বিশেষ আদালতে

দিল্লি আদালতের বিচারক পুণম এ ব্ৰহ্ম আজ এক নির্দেশে জানিয়েছেন,রাহুল গান্ধির মামলার শুনানি হবে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিট্যান্ট ম্যাজিস্ট্রেট সমর বিশালের এজলাসে।মামলার শুনানি হবে ২৬ এপ্রিল।

Written by SNS New Delhi | April 24, 2019 11:28 am

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (File Photo: IANS/AICC)

 দেশের জওয়ানদের নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।২০১৬ সালে মােদির সমালােচনা করে বিপাকে পড়েন রাহুল গান্ধি।মােদির সমালােচনা করায় রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে।তিন বছর আগের সেই মামলা এবার স্থানান্তরিত হচ্ছে বিশেষ আদালতে।দিল্লি আদালতের বিচারক পুণম এ ব্ৰহ্ম আজ এক নির্দেশে জানিয়েছেন,রাহুল গান্ধির মামলার শুনানি হবে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিট্যান্ট ম্যাজিস্ট্রেট সমর বিশালের এজলাসে।মামলার শুনানি হবে ২৬ এপ্রিল।২০১৬ সালে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে উদ্দেশ্য করে বলেছিলেন,’সেনাদের বলিদানের পিছনে মুখ লুকিয়ে উনি তাদের আত্মত্যাগকে নিয়ে রাজনীতি করেন’।মােদি বিরােধী মন্তব্যের জন্য রাহুল গান্ধির নামে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন জনৈক ব্যক্তি।২০১৬ সালে ৬অক্টোবর উত্তরপ্রদেশে ‘কিষাণ যাত্রা’ নামে এক সভায় রাহুল গান্ধি বক্তব্য রাখতে গিয়ে বলেন,দেশের হয়ে জম্মু ও কাশ্মীরের যে সমস্ত সেনারা সাজিক্যাল স্ট্রাইক করেছিলেন তাদের আত্মত্যাগকে আপনি যথেষ্ট মর্যাদা দেননি।যা কখনই মেনে নেওয়া যায় না।সেনাদের বলিদানকে রাজনীতির স্বার্থে ব্যবহার করায় মােদিকে কটাক্ষ করেন রাহুল গান্ধি।