অক্সিজেনের অভাবে করােনা রােগীদের প্রাণ যাচ্ছে। মাত্র পাঁচ মিনিট অক্সিজেন ছিল না ১১ জন কোভিড রােগীর মৃত্যু হয়েছে তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ন রুইয়া সরকারি হাসপাতালে। এবার অক্সিজেনের জন্য উদ্যোগী হলেন অভিনেতা সােনু সুদ।
ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনার ব্যবস্থা করলেন তিনি। শুরুতে কমপক্ষে চারটি প্ল্যান্ট হবে পরে দিল্লির মতো যে সব রাজ্য সর্বাধিক ক্ষতিগ্রস্ত সেখানে এই প্ল্যান্ট হবে।
Advertisement
আগামী দশ থেকে বারাে দিনের মধ্যে ফ্রান্স থেকে চলে আসবে। ইতিমধ্যে নিজের বাড়ি বন্ধক রেখেছেন সােনু সুদ দুর্গত মানুষদের পাশে দাঁড়ানাের জন্য।
Advertisement
Advertisement



