• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

এসআইআর: শুনানিতে ডাক পাবেন ১ কোটি ৮৬ লক্ষ ভোটার

নো-ম্যাপড, অর্থাৎ ইনিউমারেশন ফর্মের নিচের ডান বা বাম কোন অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা ৩০ লক্ষ ৫৬ হাজার ৬২৮।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এনুমারেশন পর্ব শেষ হয়েছে এবং এখন অপেক্ষা ১৬ ডিসেম্বরের। ওই দিন প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এর পরই শুরু হবে শুনানি পর্ব। রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ ভোটার এই শুনানিতে অংশগ্রহণের ডাক পাবেন। শুক্রবার কমিশনের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এত বিশাল সংখ্যক ভোটারের জন্য জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে।

বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্যজুড়ে ডিজিটাইজ করা ফর্মের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেখা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও ‘আত্মীয়ের’ নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন রাজ্যের ৩ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ২৩১ ভোটার। এরই মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ জন। এই সব ‘সন্দেহভাজন’ ভোটারকে শুনানিতে অংশগ্রহণের জন্য ডাকা হবে।

Advertisement

এছাড়া নো-ম্যাপড, অর্থাৎ ইনিউমারেশন ফর্মের নিচের ডান বা বাম কোন অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা ৩০ লক্ষ ৫৬ হাজার ৬২৮। এই নো-ম্যাপড ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত ১১টি নথির মধ্যে একটি দেখানো বাধ্যতামূলক। সব মিলিয়ে এবার প্রায় ১ কোটি ৮৬ লক্ষ ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন।

Advertisement

এর আগে কমিশন ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন পর্ব শেষ করার নির্দেশিকা জারি করেছিল। পরে সেই সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়। পশ্চিমবঙ্গে যেহেতু ৪ ডিসেম্বরের লক্ষ্য ধরে কাজ শুরু হয়েছিল, তাই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যায়। বাড়তি যে সাত দিন সময় পাওয়া যায়, সেই সময়েই ডিজিটাইজ হওয়া ফর্মগুলির পুঙ্খানুপুঙ্খ যাচাই করে কমিশন। যাচাইয়ের পরে সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে চিহ্নিত করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন— বাবার নামের ত্রুটি রয়েছে এমন ভোটার, বহু ভোটারের বাবা-মায়ের নাম এক, একই বাবার ছয়ের বেশি সন্তানের নাম ভোটার তালিকায় থাকা, ১৫ বছরেরও কম বয়সে বাবা-মা হওয়া এবং ৪০ বছরের কম বয়সে ঠাকুরদা-ঠাকুমা হওয়ার তথ্য থাকা ভোটাররা। এঁদের সকলকেই শুনানিতে ডাকা হবে। পাশাপাশি যাঁদের নাম ‘নো-ম্যাপিং’ তালিকায় রয়েছে, তাঁরাও শুনানিতে ডাক পাবেন। দু’মাসের মধ্যে প্রায় ২ কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা, সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করছে।

এই বিপুল সংখ্যক ভোটারের শুনানি নির্বিঘ্নে সম্পন্ন করতে শীঘ্রই স্থান নির্ধারণের নির্দেশিকা প্রতিটি জেলায় পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে, জেলাশাসকের কার্যালয়, মহকুমা শাসকের দপ্তর, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির ব্যবস্থা করা হবে। সেই অনুযায়ী পরিকাঠামো প্রস্তুত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির স্বচ্ছতা বজায় রাখতে ক্যামেরা নজরদারির ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। পাশাপাশি প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থার কথাও জানিয়েছে কমিশন।

Advertisement