দুটি ইস্তফা পত্রের মধ্যে সত্যি কি কোনও মিল রয়েছে এই নিয়ে আলােচনা শুরু হয়েছে। জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে ১৯৫০ সালের ৬ এপ্রিল ইস্তফা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখােপাধ্যায়। ২৭ নভেম্বর ২০২০ মমতার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।
অনেকে বলছেন ৭০ বছর পর শ্যামাপ্রসাদের ইস্তফার বয়ানের সঙ্গে শুভেন্দুর ইস্তফার বয়ানের মিল রয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। ফলে তার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার যে কোনও অবকাশ নেই তা তিনি স্পষ্ট করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
Advertisement
মােহন ভাগবতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়। এদিন মােহন ভাগবত কলকাতায় এসেছেন। কলকাতা বিমান বন্দরের লাউঞ্জে বৈঠকের সম্ভবনা তৈরি হয়েছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক হয়নি বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement



