• facebook
  • twitter
Friday, 16 January, 2026

কর্ণাটক কংগ্রেসকে নিশানা শেহজাদ পুনাওয়ালার

‘গর্তভরা শাসনেই প্রাণ যাচ্ছে মানুষের’

ছবি: এএনআই

কর্ণাটকের কংগ্রেস সরকারকে ফের তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ‘খটাখট লুট আর মিথ্যার’ আধার হয়ে উঠেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। তাঁর দাবি, এই সরকার শুধু কর চাপাচ্ছে, দ্রব্যমূল্য বাড়াচ্ছে আর মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভরাচ্ছে।

তিনি উল্লেখ করেন দশরা উৎসবের সময়ে বেঙ্গালুরু-মাইসুরু রুটে মানুষ সবচেয়ে বেশি যাতায়াত করে। এরপরই পুনাওয়ালা বলেন, ‘এই সময়েই কেএসআরটিসি বাস ভাড়া বাড়ানো হয়েছে। এতে স্পষ্ট বোঝা যায়, হিন্দুদের উৎসবকেও সুযোগ হিসেবে ব্যবহার করছে কংগ্রেস সরকার। মানুষের উপর থেকে লুট করা অর্থ নানা দুর্নীতির মাধ্যমে শেষমেশ পৌঁছচ্ছে ১০ জনপথে।’

Advertisement

শুধু তাই নয়, এক কিশোরীর মৃত্যুকে নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, গর্ত এড়াতে গিয়ে ওই কিশোরী দুর্ঘটনার শিকার হন এবং ট্রাকের ধাক্কায় প্রাণ হারান। পুনাওয়ালা বলেন, ‘এটা মহব্বতের দোকান নয়, কংগ্রেসের হাতে এটা হয়ে উঠেছে মৃত্যুর সামগ্রীর দোকান। দাম বাড়ছে, অথচ কর্নাটক পাচ্ছে না কোনও উন্নত পরিকাঠামো। রাস্তাঘাট ভরা কেবল গর্তে। আর সেই গর্তই মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’

Advertisement

তিনি আরও যোগ করেন, ‘এমন এক মর্মান্তিক ঘটনার পরও যখন সরকারকে প্রশ্ন করা হয়, তখন ডি কে শিবকুমার বলেন, ঈশ্বরও নাকি এই গর্ত সারাতে পারবেন না! আসলে কর্নাটক কংগ্রেসই আজ শাসন আর সততার ক্ষেত্রে এক বিরাট গর্ত।’

বিজেপির দাবি, কংগ্রেস সরকারের এই গাফিলতি ও দুর্নীতির রাজনীতি শুধু মানুষের জীবনই বিপন্ন করছে না, সেই সঙ্গে রাজ্যের ভাবমূর্তিকেও বারবার কলঙ্কিত করছে।

Advertisement