• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

গ্রেপ্তার আন্তর্জাতিক মাদকপাচার চক্রের ‘কিংপিন’ শেহনাজ সিং

পাঞ্জাবে আত্মগোপন করে রয়েছেন আন্তর্জাতিক মাদকপাচার চক্রের মূল চক্রী। সেই মতো তরণ তারণ জেলার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়।

প্রতীকী চিত্র

আন্তর্জাতিক মাদকপাচার চক্রের মোস্ট ওয়ান্টেড পাচারচক্রী শেহনাজ সিং ওরফে শন ভিন্ডারকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। বহুদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। পাঞ্জাবের তরণ তারণ জেলা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গে গভীর যোগ রয়েছে তাঁর। 

পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব সোমবার এক্স হ্যান্ডলে পোস্ট করে শেহনাজ সিং-এর গ্রেপ্তারের খবর জানান। জিনি এও জানান, এটি তরণ তারণ পুলিশের একটি বড়সড় সাফল্য। কলম্বিয়া থেকে আমেরিকা এবং কানাডায় মাদক পাচারের অভিযোগ রয়েছে শেহনাজ সিং-এর বিরুদ্ধে। সম্প্রতি আমেরিকাতেও এই পাচারকারীর বেশ কয়েক জন সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
শেহনাজ সিং আন্তর্জাতিক মাদক পাচারচক্রের একজন কিংপিন বলা যায়। কলম্বিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় কোকেন পাচারের একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ২৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে শন ভিন্ডার তথা সিং-এর ৪ জন সহযোগি অমৃতপাল সিং ওরফে অমৃত, তকদির সিংহ ওরফে রোমি, সর্বসিত সিংহ ওরফে সাবি এবং ফার্নান্ডো ভাল্লাডেরেস ওরফে ফ্র্যাঙ্কোকে গ্রেপ্তার করা হয়। ভিন্ডারের সহযোগিদের গ্রেপ্তার করে আমেরিকার তদন্তকারী সংস্থা। তাদের বাড়ি এবং গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ কেজি মাদক এবং ৪ টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়।
 
আমেরিকায় ধরপাকড় শুরু হওয়ার পরই এরপরেই ভিন্ডারের খোঁজ মেলে। শেহনাজ সেই সময় পালিয়ে আসেন ভারতে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, পাঞ্জাবে আত্মগোপন করে রয়েছেন আন্তর্জাতিক মাদকপাচার চক্রের মূল চক্রী। সেই মতো তরণ তারণ জেলার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়।  সেই অভিযানেই গ্রেপ্তার হন শেহনাজ।

মাদকপাচার সংক্রান্ত সমস্যা নিয়ে  দীর্ঘ দিন ধরেই ভুগছে পাঞ্জাব পুলিশ। বিশেষ করে সীমান্ত এলাকায় প্রায়শই মাদক পাচারের চেষ্টা হয় বলে অভিযোগ। মাদক পাচার সম্পর্কে পাঞ্জাব পুলিশের জিরো টলারেন্স নীতিও স্পষ্ট করে দিয়েছেন পাঞ্জাব পুলিশের ডিজি। 

Advertisement

Advertisement

Advertisement