ভারতীয় জনতা পার্টির বর্ষীয়ান নেতা ও দিল্লি বিজেপির প্রথম সভাপতি অধ্যাপক বিজয় কুমার মালহোত্রা মঙ্গলবার ভোরে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। সম্প্রতি শারীরিক অসুস্থতার জন্য গত কয়েকদিন ধরে তিনি এআইআইএমএস-এ চিকিৎসাধীন ছিলেন।
দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সত্যদেব এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা ও দিল্লি বিজেপির প্রথম সভাপতি অধ্যাপক বিজয় কুমার মালহোত্রা আজ সকালে প্রয়াত হয়েছেন।’
Advertisement
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর শোকজ্ঞাপন বার্তায় উল্লেখ করেন, ‘শ্রী বিজয় কুমার মালহোত্রা একজন অসাধারণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যাঁর মানুষের সমস্যার গভীরে প্রবেশ করার মতো অনুভূতি ছিল। দিল্লিতে আমাদের দলের শক্তিবৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংসদে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর প্রয়াণে হৃদয় বিদীর্ণ। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।’
Advertisement
এদিকে তাঁর প্রয়াণের পর দিল্লি বিজেপি সহ অন্যান্য শীর্ষ নেতারা মালহোত্রার বাসভবনে গিয়ে শোকজ্ঞাপন করেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও মন্ত্রিগণ মালহোত্রাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর স্মৃতিতে সব সরকারি অনুষ্ঠান স্থগিত রাখার ঘোষণা করেন।
মালহোত্রার শেষকৃত্য বুধবার দুপুরে লোধী সিমেট্রি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। তার আগে দুপুরে ১৪ পণ্ডিত পন্ত মার্গের দিল্লি বিজেপি দপ্তরে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে, যেখানে দলের কর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
উল্লেখ্য, ১৯৩১ সালের ৩ ডিসেম্বর লাহোরে জন্ম নেওয়া বিজয় কুমার মালহোত্রা ভারতীয় রাজনীতি ও ক্রীড়া প্রশাসনে বিশেষ অবদান রেখেছেন। তিনি দিল্লি প্রদেশ জনসংঘের সভাপতি (১৯৭২-৭৫) ছিলেন এবং পরবর্তীতে দু’বার দিল্লি বিজেপির সভাপতি (১৯৭৭-৮০, ১৯৮০-৮৪) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া দিল্লি বিধানসভায় বিরোধীদলের নেতা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
Advertisement



