৬৪৩ বার ট্র্যাফিক আইন অমান্যকারী স্কুটিকে খুঁজতে কামঘাম পুলিশের

Written by SNS February 13, 2024 5:50 pm

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি– গতবছরের জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর, মাত্র এই ১১ মাসেই তাঁর স্কুটি ৬৪৩ বার আইন ভেঙেছে৷ জরিমানাও হয়েছে মোটা অঙ্কের৷ সব মিলিয়ে ৩ লাখ ২২ হাজার টাকার জরিমানা বকেয়া রয়েছে তাঁর৷ বিষয়টি নজরে আসতেই তাজ্জব হয়ে গিয়েছে ট্র্যাফিক পুলিশও৷ ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরু শহরের৷ ওই স্কুটি বা স্কুটিচালককে হন্যে হয়ে খুঁজছেন বেঙ্গালুরুর ট্র্যাফিক পুলিশের অফিসাররা৷ কিন্ত্ত এখনও পর্যন্ত ধরা যায়নি৷ পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই স্কুটির রেজিস্ট্রেশন নম্বর কেএ০৪কেএফ৯০৭২৷ ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি যতবার আইন ভেঙেছেন, তার বেশিরভাগই হয়েছে আরটি নগর তরলাবালু জংশন এলাকায়৷ মোট যতবার ট্র্যাফিক বিধি ভেঙেছেন, তার ৬০ শতাংশই হয়েছে ওই চত্বরে৷ সেই দৃশ্য ধরাও পডে়ছে ক্যামেরায়৷
প্রত্যেকবার রাস্তায় বসানো ক্যামেরায় দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই ঘুরে বেরাচ্ছেন ওই ব্যক্তি৷ যেন হেলমেট কী জিনিস, জানেনই না এই ব্যক্তি৷ পিছনে আবার আর একজনকে নিয়েও স্কুটি চালাতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে৷ তার মাথাতেও হেলমেট নেই৷ এভাবে বেপরোয়া স্কুটি চালিয়ে তিনি যেমন নিজের জন্য বিপদের আশঙ্কা তৈরি করছেন, তেমনই পথচলতি অন্যান্য গাডি়র চালকের জন্যও বিপদ বাড়াচ্ছেন৷ আর এই বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ৷