• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন কোন রাজ্যে স্কুল বন্ধের নির্দেশ!

জম্মু, জয়সলমীর, গুজরাত সহ একাধিক জায়গায় ব্ল্যাকআউট করা হয়েছে। আজ পাকিস্তানের তরফ থেকে ভারতের একাধিক অংশে ড্রোন হামলা করা হয়।

ভারত পাকিস্তান যুদ্ধ আবহ। পাকিস্তানের হামলার আশঙ্কায় নিরাপত্তার খাতিরে ভারত পাক বর্ডার সংলগ্ন বেশ কিছু জেলা ও শহরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের সমস্ত স্কুল ১০ মে পর্যন্ত দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ও রয়েছে। পাঞ্জাবের সমস্ত স্কুল আগামী দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের স্কুল শিক্ষা বিভাগ এই নির্দেশ জারি করেছে। রাজস্থানের চারটি সীমান্তবর্তী জেলা শ্রীগঙ্গানগর, বিকানের, জয়সলমীর এবং বারমেরের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা, বারামুল্লা, কুপওয়ারা সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ২ দিনের স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত সরকারের কাছে সব সময়েই সাধারণ মানুষের সতর্কতা সবার আগে। আজ পঞ্জাবের অমৃতসরে ব্ল্যাকআউট হয়েছে। পঞ্জাবের পাশাপাশি জম্মু, জয়সলমীর, গুজরাত সহ একাধিক জায়গায় ব্ল্যাকআউট করা হয়েছে। আজ পাকিস্তানের তরফ থেকে ভারতের একাধিক অংশে ড্রোন হামলা করা হয়। কিন্তু ভারতীয় সেনাদের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের কোনও ড্রোনই মাটি ছুঁতে পারেনি। সমস্ত ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স। তবে সাধারণ পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে পঞ্জাবে স্কুল কলেজ ও বিশ্ব বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement