• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পশুখাদ্য কেলেঙ্কারি- ১০ এপ্রিল লালু প্রসাদের জামিনের আর্জির শুনানি

আগামী বুধবার লালুপ্রসাদকে জামিনের আবেদনের শুনানি করা হবে।

লালু প্রসাদ যাদব (Photo: IANS)

পশুখাদ্য কেলেঙ্কারি সম্পর্কিত তিনটি মামলায় দোষী লালু প্রসাদ যাদবের জামিনের আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট।আদালতের তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে,পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী লালু প্রসাদের জামিনের আবেদনের প্রেক্ষিতে তদন্তকারী সংস্থাকে ৯এপ্রিলের মধ্যে জবাব পেশ করতে হবে।তারপরের দিন ১০ তারিখ লালুর জামিনের আবেদনের শুনানি করা হবে।পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় লালুপ্রসাদ যাদব দোষী সাব্যস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার লালুপ্রসাদকে জামিনের আবেদনের শুনানি করা হবে।আরজেডি লালুপ্রসাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবল জামিন আবেদনের দ্রুত শুনানি করার জন্য  বেঞ্চে আবেদন করেছিলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সিবিআইকে জবাব পেশ করতে হবে। শীর্ষ আদালতের বেঞ্চের তরফে বলা হয়, সিবিআইকে নয় এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আদালত ১০এপ্রিল আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের জামিনের আবেদনের শুনানি করবে।লালু প্রসাদকে বীরসা মুন্ডা জেলে বন্দি রাখা হয়েছে।লালু প্রসাদ যাদবকে বীরসা মুন্ডা জেলে বন্দি রাখা হয়েছে।তিনি হাইকোর্টের ১০জানুয়ারির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।

১৯৯০ সালে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুপালন দফতরের কোষাগার থেকে পশু খাদ্য ক্রয়ের নাম করে ৯০০ কোটি টাকা জালিয়াতি হয়েছিল।

Advertisement

Advertisement

Advertisement