মালদ্বীপে ভারতীয় সেনা বিতর্কের মধ্যে বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শংকরের

Written by SNS January 19, 2024 7:06 pm

দিল্লি, ১৯ জানুয়ারি– দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েনের মধ্যেই বৈঠকে ভারত ও মালদ্বীপের বিদেশমন্ত্রীরা৷ জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় গিয়েছেন জয়শংকর৷ সেখানেই গিয়েছেন মালদ্বীপের বিদেশমন্ত্রীও৷ শুক্রবার থেকে শুরু হবে সম্মেলন৷ তার আগেই দুই দেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন বিদেশমন্ত্রীরা৷ সেই বৈঠকের ছবি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন জয়শংকর৷ সেখানে লেখেন, “মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামিরের সঙ্গে দেখা হল৷ ভারত ও মালদ্বীপের সম্পর্ক, জোট নিরপেক্ষ নীতি সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছে৷’ জানা গিয়েছে,  দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির মধ্যেও আন্তর্জাতিক মঞ্চগুলোতে সহযোগিতা বজায় রাখার বার্তা দিয়েছেন দুই দেশের বিদেশমন্ত্রী৷
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী৷ এক্স হ্যান্ডেলে জামির বলেন, “মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে শীর্ষ আধিকারিকদের মধ্যে যা আলোচনা হচ্ছে, সেই নিয়েও কথা হয়েছে৷ তাছাড়াও মালদ্বীপে যে সমস্ত প্রকল্পগুলো চলছে, সার্কের মত আন্তর্জাতিক মঞ্চগুলোতে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেই বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়৷
উল্লেখ্য, রবিবার দুই দেশের আধিকারিকদের মধ্যে সেনা সরানো নিয়ে বৈঠক হয়৷ মালদ্বীপের এক মন্ত্রী ইব্রাহিম খলিল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুইজ্জুর বৈঠকে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সদস্যরাই হাজির ছিলেন৷ সেই বৈঠকের পরেই খবর ছড়িয়ে পড়ে, আগামী ১৫ মার্চের মধ্যেই মালদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে৷