• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আরএসএস বিষাক্ত, বক্তব্যে অনড় তুষার

মুরলীধরন আরও বলেন, ‘যাঁরা তাঁকে মূর্তি উন্মোচনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁরা সম্ভবত তাঁর সম্পর্কে জানতেন না।'

ফাইল চিত্র

আরএসএস-কে ‘বিষাক্ত’ বলে উল্লেখ করেছিলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা নাতির ছেলে তুষার গান্ধী। সেই অপরাধে তুষার গান্ধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি এবং আরএসএস। সম্প্রতি কেরালার তিরুঅনন্তপুরমের নেয়াত্তিঙ্কারে প্রয়াত গান্ধীবাদী পি গোপীনাথন নায়ারের একটি মূর্তি উন্মোচনে যান তুষার গান্ধী। সেখানে গিয়ে বিজেপি এবং আরএসএস সম্পর্কে তুষার গান্ধী বলেন, দুই ‘বিপজ্জনক এবং মুখোশধারী শত্রু’ কেরালায় প্রবেশ করেছে। একইসঙ্গে আরএসএস-কে ‘বিষাক্ত’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এরপর তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি-আরএসএস কর্মীরা। বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতে আরএসএস-বিজেপির ৫ জন কর্মীকে গ্রেপ্তার করে কেরালা পুলিশ। এঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, দাঙ্গা, অন্যায় ভাবে বাধা দানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তুষার গান্ধীর উপর সঙ্ঘ পরিবারের এই আক্রমণের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সমাজ মত প্রকাশের স্বাধীনতা দমন করাকে অনুমোদন দেয়নি।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার তুষার গান্ধী বলেন, তাঁর ওই বক্তব্য তিনি প্রত্যাহার করবেন না বা এর জন্য ক্ষমা চাইবেন না। এরপরই তাঁকে গ্রেপ্তার করার দাবি জানায় গেরুয়া শিবির। শুক্রবার কোচির কাছে আলুভায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তুষার গান্ধী বলেন, তিনি বক্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। তাঁর কথায়, ‘এই ঘটনা বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেওয়ার কাজ অব্যাহত রাখার ক্ষেত্রে আমার প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করেছে। এটি এমন এক লড়াই যা স্বাধীনতা সংগ্রামের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদের সাধারণ শত্রু সংঘ। তাদের মুখোশ খুলে দিতে হবে।’ তুষারের আশঙ্কা, প্রপিতামহ মহাত্মা গান্ধীর মতো তাঁকেও গুলি করা হতে পারে। এর পরই তুষার গান্ধীকে পাল্টা আক্রমণ করে বিজেপি। তুষার গান্ধীকে কটাক্ষ করে গেরুয়া শিবিরের বক্তব্য, মহাত্মা গান্ধীর বংশে জন্মগ্রহণ করে তাঁর প্রপিতামহের নাম ভাঙিয়ে খাচ্ছেন তুষার গান্ধী। এ দিন নেয়াত্তিঙ্কারায় তুষার গান্ধীর বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশও করে বিজেপি। সেখানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ভি মুরলীধরনের অভিযোগ, গত কয়েক বছর ধরেই মহাত্মা গান্ধীর নাম ভাঙিয়ে খাচ্ছেন তুষার গান্ধী।

Advertisement

মুরলীধরন আরও বলেন, ‘যাঁরা তাঁকে মূর্তি উন্মোচনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁরা সম্ভবত তাঁর সম্পর্কে জানতেন না। তাঁর নাম তুষার গান্ধী বলেই তিনি জাতির জনকের জন্য রক্ষিত সম্মান পাওয়ার অধিকারী নন।’ এরপরই তাঁর বক্তব্যের জন্য তুষার গান্ধীকে গ্রেপ্তার করার দাবি জানান মুরলীধরন ।

Advertisement

বুধবার মহাত্মা গান্ধীর প্রপৌত্র তিরুঅনন্তপুরমের সভায় জানান, কেরলের দুই জোট এলডিএফ এবং ইউডিএফের দায়িত্ব হল বিজেপি এবং আরএসএসকে রুখে দেওয়া। তুষার বলেন, ‘বিজেপিকে আমরা হারাতে পারি। কিন্তু আরএসএস হল বিষ। সেই বিষ ছড়িয়ে পড়া থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সংঘের আদর্শ আমাদের সিস্টেমে ঢুকে গেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে।’ তিনি স্পষ্ট বলেন, ‘আরএসএস ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর। এদের হাতে ক্ষমতা গেলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে।’

Advertisement