• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চলন্ত ট্রেনে ৮ মাসের শিশুকে বাঁচালেন সেনাকর্মী

রাজধানী এক্সপ্রেসে আচমকা ওই শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারায় সে। শরীর অসাড় হয়ে গিয়েছিল।

প্রতীকী চিত্র

চলন্ত রাজধানী এক্সপ্রেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এল আট মাসের এক শিশু। ভারতীয় সেনার এক কর্মী কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন দিয়ে শিশুটিকে বাঁচিয়েছে বলে খবর! জানা গিয়েছে, রাজধানী এক্সপ্রেসে আচমকা ওই শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারায় সে। শরীর অসাড় হয়ে গিয়েছিল। শিশুর অবস্থা দেখে ওই কামরায় থাকা এক সেনাকর্মী প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেন তিনি। তাতেই কাজ হয়। বেঁচে যায় শিশুটি। এই ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবর ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেসে। ওই দিন এস৪ কামরায় বাবা মায়ের সঙ্গে ছিল শিশুটি।

হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে হইচই পড়ে যায় সারা ট্রেনে। কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে মায়ের কোলে ঢলে পড়ে শিশুটি। ট্রেনের যাত্রীরা ভেবেছিলেন মৃত্যু হয়েছে। ওই কোচেই ছিলেন সেনাকর্মী সুনীল। তিনি এগিয়ে আসেন। ছুটি কাটিয়ে কাজে ফিরছিলেন তিনি। প্রথমে শিশুটির নাড়ি পরীক্ষা করেন দেখেন। শ্বাসপ্রশ্বাস নিচ্ছিল না শিশুটি। সেই সময় শিশুটিকে সিপিআর দেন তিনি। দু’বারের চেষ্টায় ওই শিশুর শরীরে স্পন্দন লক্ষ করা যায়। এরপরেই রেলকর্মীদের সহায়তায় শিশুটিকে রঙ্গিয়া স্টেশনে নামানো হয় শিশুটিকে। স্থানীয় হাসপাতালে মা ও শিশুর চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে মা ও শিশু দু’জনেই সুস্থ।

Advertisement

Advertisement

Advertisement