• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পাটনায় আরজেডি নেতাকে গুলি করে হত্যা

বিহারের পাটনায় আরজেডি নেতাকে গুলি করে হত্যা করা হল। মৃতের নাম রাজকুমার রাই ওরফে আলা রাই। তিনি বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা।

বিহারের পাটনায় আরজেডি নেতাকে গুলি করে হত্যা করা হল। মৃতের নাম রাজকুমার রাই ওরফে আলা রাই। তিনি বৈশালী জেলার রাঘোপুরের বাসিন্দা, পেশায় জমি ব্যবসায়ী। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, জমি বিবাদ নিয়ে শত্রুতার জেরে আরজেডি নেতা খুন হয়েছেন। তবে রাজনৈতিক কোনও কারণ রয়েছে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলা রাই বুধবার রাত ১০টা নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাটনার (পূর্ব) পুলিশ সুপার পরিচয় কুমার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ছ’রাউন্ড গুলির ফাঁকা খোল উদ্ধার হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আলা রাই আরজেডির প্রভাবশালী নেতা ছিলেন। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে রাঘোপুর বিধানসভা আসনে ভোটে প্রার্থী হওয়ার কথা চলছিল আলা রাইয়ের। স্বভাবতই সম্ভাব্য প্রার্থীর মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডের পর ফের প্রশ্নের মুখে পড়ে গেল বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি।

Advertisement

এদিকে রাজকুমার ওরফে আল্লা রাইয়ের পরিবার জানিয়েছে, তিনি আগে আরজেডি করতেন। কিন্তু, কিছু কারণে তাঁর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি দল থেকে ইস্তফা দেন। শুধু তাই নয়, তেজস্বী যাদবের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement