• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জঙ্গিদের চিহ্নিত করে ছবি ও পরিচয় প্রকাশ

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে। গোয়েন্দা সূত্রে দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ থেকে ছয় জন।

ফাইল চিত্র

পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার জঙ্গিকে শনাক্ত করার পর তাদের ছবি প্রকাশ করা হয়। এই চার জনের পরিচয়ও জানানো হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবারের হত্যালীলার সঙ্গে যুক্ত চারজনের নাম— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। এদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। স্কেচ দেখে তাদের কেউ চিনতে পারলে পুলিশ ও প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি সূত্র ধরে তদন্ত হচ্ছে।

মঙ্গলবার দুপুরে পহেলগামের ভয়াবহ জঙ্গি হামলায় শিউরে উঠেছে আপামর দেশবাসী। জম্মু ও কাশ্মীরের পহেলগামে বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। মৃত্যু হয়েছে ২৬ জনের। তাঁদের বেশিরভাগই পর্যটক। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপালের দুই বিদেশি নাগরিকও রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। আমেরিকা, চিন, রাশিয়া, ইজরায়েল, ইউক্রেন থেকে শুরু করে সৌদি আরব সকলেই এই জঙ্গি হামলার ঘটনার ব্যাপক নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। জম্মু কাশ্মীরের সরকার নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে। নিহতদের প্রতি শোকবার্তা জানিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরাধীদের কঠোর  শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

নিহতদের প্রতি শোকবার্তা ও শেষ শ্রদ্ধা জানানোর পর অমিত শাহ এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার ঘটনায় প্রতিটি ভারতীয় তাঁদের প্রিয়জনকে হারানোর বেদনা অনুভব করছে। এই দুঃখ, শোক ভাষায় প্রকাশ করার নয়। আমি সমস্ত পরিবার এবং দেশবাসীকে আশ্বস্ত করছি যে এই সন্ত্রাসবাদীরা, যারা নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের হত্যা করেছে, তাদের কোনওভাবেই ছাড়া হবে না।’ জঙ্গি হামলায় আহতদের পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

Advertisement

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সৌদি আরবের সফর কাটছাঁট করে বুধবার সকালেই দেশে ফিরে আসেন। এরপরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। উচ্চ-পর্যায়ের এই বৈঠকে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর উপত্যকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে। গোয়েন্দা সূত্রে দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ থেকে ছয় জন। এরা সকলেই ছিল মুখোশধারী। হাতে ছিল একে ৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র। বুলেটপ্রুফ জ্যাকেট ও শরীরে লাগানো ছিল ক্যামেরা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, প্রথমে আইইডি বিস্ফোরণের ছক করেছিল জঙ্গিরা। পরে পরিকল্পনা বদলে তারা দু’টি দলে ভাগ হয়ে যায় । অত্যাধুনিক অস্ত্র নিয়ে পর্যটকদের উপর হামলা চালায়। এদের প্রধান টার্গেট ছিল হিন্দু পর্যটকরা। হামলার সময় তারা পর্যটকদের নাম জিজ্ঞেস করে গুলি চালায়। শিশু ও মহিলাদের আলাদা করে সরিয়ে রাখা হয়।

জঙ্গিরা সকলেই সীমান্ত পেরিয়ে কয়েকদিন আগেই পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল বলেই মনে করছেন গোয়েন্দারা। সূত্রের খবর, তারা এলাকাও পরিদর্শন করে যায়। জানা গিয়েছে, এই চার জঙ্গির মধ্যে ২ জন পাকিস্তানি, এবং বাকি ২ জন কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দুই যুবকের মধ্যে একজনের নাম আদিল ঠাকুর, বাড়ি বিজবেহারায়। অন্যজন আসিফ শেখ, ত্রালের বাসিন্দা। ১৫ মিনিটের মধ্যে হামলা চালিয়ে এলাকা ছেড়ে পালায় জঙ্গিরা।

তাদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি। স্পেশাল ফোর্সও নামানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, চারজন ছাড়াও পাহাড়ের উপরে আরও ১ থেকে ২ জন জঙ্গি ‘লুকআউট’-এর দায়িত্বে ছিল। সূত্রের দাবি, হামলার মূল পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯ এপ্রিল কাটরা সফরের সময়ে বড়সড় নাশকতা চালানো। তবে সেই সফর বাতিল হওয়ায় জঙ্গিরা পহেলগামকে নিশানা করে।
এরপর পাঁচের পৃষ্ঠায়

Advertisement