শুধু কেন্দ্রের বিজেপি সরকার নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ভাষণে সাফল্যের খতিয়ান হিসেবে উজ্জ্বলা যোজনার কথা গর্বের সঙ্গে তুলে ধরেন। সব সময় তাঁর মুখে শোনা যায়, দেশের এতো কোটি মহিলা উজ্জ্বলা যোজনার লাভ পেয়েছেন। কিন্তু বর্তমান পরিসংখ্যান বলছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে বাড়ছে না গ্রাহকের সংখ্যা। লোকসভায় এমন তথ্য দিয়েছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কেন গ্রাহকের সংখ্যা নিয়ে রিপোর্টে বলা হয়েছে, বিগত বছরগুলিতে কেন গ্রাহকরা আর নতুন করে উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের সংযোগ নিতে আগ্রহী নন, তা খুঁজে বের করতে হবে। কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। কী কী কারণে এই প্রকল্পের প্রতি মানুষের আস্থা কমছে, তা খুঁজে বের করতে। কমিটির সুপারিশে বলা হয়েছে, “কেন্দ্রীয় মন্ত্রক এবং তেল সরবরাহকারী সংস্থাগুলিকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। দেশের যে সমস্ত গরীব পরিবার উজ্জ্বলা প্রকল্পের আওতায় আসেনি, তাদের এই প্রকল্পের আওতায় আনার জন্য চিহ্নিত করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের গ্যাসের সংযোগ করে দিতে হবে।”
Advertisement
এই তথ্য সামনে আসার পর কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ পর্যন্ত সময়ের মধ্যে ৭৫ লক্ষ নতুন সংযোগ করা হয়েছে। যদিও দেশের কত শতাংশ গরীব মানুষের উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত এবং কত সংখ্যক বাকি, সেই ব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি কেন্দ্রের তরফে। তবে কেন্দ্রের এই জবাবে কমিটি যে সন্তুষ্ট নয় তা পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে রিপোর্টে ।
Advertisement
রিপোর্টে আরও বলা হয়েছে, “কেন্দ্রীয় সরকারের জবাব অনুযায়ী, ২০২০-২১ সালে যত সংখ্যক মানুষ উজ্জ্বলা প্রকল্পের আওতায় ছিলেন, গ্রাহকের সংখ্যা সেই একই রয়ে গিয়েছে ২০২৪-২৫-এও। যদিও সরকারের তরফে ভর্তুকি এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তা বৃদ্ধি কেন হচ্ছে না জানতে একটি সমীক্ষার সুপারিশ করেছে কমিটি।
Advertisement



