আজ কোভিড-১৯ প্রতিরােধকারী টিকা নিলেন টাটা গােষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা । কোভিড টিকার প্রথম ডােজ নেওয়ার পর তিনি বলেন, ‘কোভিড টিকার প্রথম ডােজ নিলাম। ধন্যবাদ। তেমন কোনও কষ্ট বা ব্যাথা অনুভব করিনি। দেশের প্রতিটি মানুষের উচিত নিজের শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য টিকা নেওয়া। আশা করি, আপনারা সকলে টিকা নিয়ে ভবিষ্যতে কোভিড প্রতিরােধের জন্য নিজেদের প্রস্তুত রাখবেন।’
দেশে গতকাল পর্যন্ত ২,৮২,১৮,৪৫৭ টিকা দেওয়া হয়েছে। গতকালই শুধু ২০,৫৩,৫৩৭ টিকা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের পরিসংখ্যান মতাে ২২,৫৮,৩৯,২৭৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।
Advertisement
মহারাষ্ট্রে নতুন করে গত ২৪ ঘন্টায় ১৫,৮১৭’গুলি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড পজিটিভের সংখ্যা ১,১০,৪৮৫ পজিটিভ। কোভিড সংক্রমণে ৫২,৭২৩ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
Advertisement



