• facebook
  • twitter
Monday, 29 December, 2025

কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের

এক মহিলা সমাজকর্মীকে ধর্ষণের অভিযোগে এবার কর্নাটকের বিজেপি বিধায়ক মুনিরথনার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

এক মহিলা সমাজকর্মীকে ধর্ষণের অভিযোগে এবার কর্নাটকের বিজেপি বিধায়ক মুনিরথনার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বৃহস্পতিবার কর্নাটক পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। একজন ঠিকাদারকে প্রাণনাশের হুমকি দেওয়া ও জাত তুলে গালাগালি দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত তিনি বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিকাদারকে হুমকি দেওয়ার কেসে জামিন পেলে বিজেপি বিধায়ককে ধর্ষণের কেসে গ্রেপ্তার করা হবে। কেন্দ্রীয় জেল থেকে বেরোনো মাত্রই তাঁর হাতে ফের হাতকড়া পরাবে পুলিশ। আদালত তাঁর জামিন নামঞ্জুর করলে ধর্ষণের মামলায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Advertisement

এক মহিলা সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রামনগর জেলার কাগলিপুরা থানার পুলিশ মুনিরথনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযোগকারী বক্তব্য, একটি সভায় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল বিধায়কের। মোবাইলে কথা বলতে বলতে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এরপর ওই বিজেপি বিধায়ক তাঁকে মুটিয়ালনগরার একটি গোডাউনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ।

Advertisement

অভিযোগকারী আরও জানান, গোটা ঘটনাটি তিনি রেকর্ড করলেও অভিযুক্ত বিজেপি বিধায়ক ক্রমাগত হুমকি দেওয়ায় ভয়ে মুখ খোলেননি। বিভিন্ন ব্যক্তিগত রিসর্টে হার্নিট্রাপের ফাঁদ হিসেবে তাঁকে ব্যবহার করা হত দাবি নির্যাতিতার। কাগগলিপুরা থানার পুলিশ বিধায়কের ৬ সহযোগীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

বুধবার গভীর রাতে পুলিশের কাছে গিয়েছিলেন নির্যাতিতা। ডেপুটি পুলিশ সুপার দীনকর শেঠি নির্যাতিতার বক্তব্য রেকর্ড করেন। বৃহস্পতিবার ভোরে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ), ৩৫৪ (সি), ৩০৮, ৪০৬, ৩৮৪, ১২০ (বি), ৫০৪, ৫০৬ এবং ১৪৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এক্স হ্যান্ডলে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে জানানো হয়েছে, বিজেপির ধর্ষকদের হাত থেকে মা-বোনেদের বাঁচাও! প্রজ্জ্বল রেভান্না, অরুণ কুমার পুথিলা থেকে মুনিরথনা নাইডু- ধর্ষণ ও যৌন নির্যাতনের তালিকায় কর্ণাটকের আর কত বিজেপির নেতারা যুক্ত হবে? বিজেপি ‘নারী সুরক্ষা’ নিয়ে বড় বড় ভাষণ দিলেও, এটা প্রমাণিত মহিলাদের সম্মানহরণ করার ক্ষেত্রে তার নিজের দলের নেতারাই আসল দুর্বৃত্ত।

Advertisement