গরিবি হঠাও নয় এটা গরিবি মিটাও।কংগ্রেসের ন্যায় প্রকল্পের লক্ষ্য নিয়ে একটি আলোচনা চক্রে বললেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা।
১৯৭১সালে গরিবি হটাও স্লোগান এ ঝড় তুলে বিরাট সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়েছিলেন ইন্দিরা গান্ধী।পরে তার পুত্র রাজীব গান্ধীও এই একই স্লোগান ব্যবহার করেন।তবে এবার সেই লক্ষ্যে কিছুটা বদল এসেছে।সম্প্রতি ভোটে জিতলে ন্যায় প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী।৫ কোটি পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
Advertisement
এবার সেই সূত্র ধরেই কংগ্রেসের মুখপাত্র সূর্যেওয়ালা বলেন পাঁচ বছরে কোথাও গরিবের চিহ্ন থাকবে না।ভোটের আগে শাসক ও বিরোধী দলের নেতাদের নিয়ে বিশেষ আগ্রহ দেখা যায় মিডিয়ায়।সেই প্রসঙ্গ তুলে মিডিয়ার সমালোচনাও করেন রণদীপ সিং।তিনি প্রশ্ন তোলেন কেন কোন রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয় না? ভোট এলেই কোন নেতা কি বললেন তা নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়।কেন চাকরি,দারিদ্র,শিল্প নিয়ে কথা হয় না?
Advertisement
Advertisement



