• facebook
  • twitter
Tuesday, 9 December, 2025

ইন্ডিগোর সংকটের মধ্যেই কড়া হুঁশিয়ারি রামমোহন নাইডুর

সংসদে দাঁড়িয়ে সোমবার তিনি বলেন, বিমান সংস্থাগুলির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা উদাহরণ হয়ে থাকবে

বিমান সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। সংসদে দাঁড়িয়ে সোমবার তিনি বলেন, বিমান সংস্থাগুলির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা উদাহরণ হয়ে থাকবে। সংসদে তিনি বলেন, ইন্ডিয়ার কয়েকশো বিমান বাতিল হওয়ার জন্য মানুষকে বহু দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। আমরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সোমবার সংসদে দাঁড়িয়ে বলেন, ‘গত কয়েকদিনে একাধিক বিমান বাতিল করা হয়েছে।  বহু যাত্রী হয়রানির শিকার হয়েছেন। । অথচ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছিল। পাইলটদের পর্যাপ্ত ছুটির ব্যবস্থাও করা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। গোটা পরিস্থিতিকে আমরা যে সহজ ভাবে নিচ্ছি, এমনটা একেবারে নয়। আমি বলছি, এই বিষয়ে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হবে যা বিমানসংস্থা গুলির কাছে অন্তত বড় উদাহরণ হয়ে দাঁড়াবে।’
 
প্রসঙ্গত, কেন্দ্রের নির্দেশে যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। যাত্রীদের টিকিট বাবদ ৬১০ কোটি টাকা ফেরত দিয়েছে এই বিমান সংস্থা। একের পর এক উড়ান বাতিল হওয়ার কারণে গত ৬ দিনে যাত্রীদের মনে ক্ষোভ দানা বেঁধেছিল। টিকিটের মূল্য ফেরত না দেওয়ার কারণেও যাত্রী অসন্তোষের সৃষ্টি হয়েছিল। গত শনিবার কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে দ্রুত সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমান সংস্থাটিকে বলা হয়, রবিবার রাত ৮টার মধ্যে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই নির্দেশ নেমেই রবিবার যাত্রীদের টাকা ফিরিয়ে দেয় উড়ান সংস্থাটি। 
 
দেশজুড়ে একের পর এক বিমান বাতিলের জেরে বর্তমানে চর্চার শিরোনামে ইন্ডিগো। আগের ছয়দিনের মতো সপ্তম দিনেও ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। উড়ান সংস্থার তরফে বারবার পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা বলা হলেও সোমবারও ৩০০শোর বেশি বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিমান বিভ্রাটের মধ্যেই বিমান সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু।    
 
এদিকে এদিন সংসদে রামমোহন নাইডু বলেন, বিমান পরিবহণ খাতে আরও সংস্থাকে অংশগ্রহণে উৎসাহ দিতে চায় কেন্দ্র । তাঁর দাবি, ভারতের বাজার ৫টি বড় এয়ারলাইন ধরে রাখার সামর্থ্য রাখে। তবে তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়নি বিরোধী দল। আলোচনা চলাকালীনই তাঁরা অসন্তোষ প্রকাশ করে ওয়াক-আউট করেন। 
 

Advertisement

Advertisement