একরাতেই ৮০০ কোটি শেষ

Written by SNS May 7, 2024 4:32 pm

টাইটানের শেয়ারে বিরাট ধসের জের রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী
মুম্বই, ৭ মে– টাটা গ্রুপের সংস্থা ‘টাইটান’-এর শেয়ারে ধস নামতেই বড়সড় ক্ষতির মুখ দেখলেন শেয়ার বাজারে এই কোম্পানীতে সবচেয়ে বেশি বিনিয়োগকারি রাকেশ ঝুনঝুনওয়ালা৷ এই বিপত্তি৷ এক রাতেই ৮০০ কোটি ক্ষতির মুখ দেখলেন প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুওয়ালা৷ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত যা হিসেব, তা থেকে জানা যাচ্ছে এই সংস্থায় ৫.৩৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর৷ গত শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়া পর্যন্ত সংস্থায় রেখার ১৬ হাজার ৭৯২ টাকার শেয়ার ছিল৷ কিন্ত্ত সোমবার একধাক্কায় সংস্থার শেয়ার ৭ শতাংশ পডে় যায়৷ আর তার জেরেই একধাক্কায় ৮০০ কোটি টাকারও বেশি খোয়ালেন রাকেশ জায়া৷ এদিকে পরিস্থিতি যা তাতে আগামিদিনে টাইটান ফের বড়সড় ধসের মুখে পড়তে পারে এই আশঙ্কাও তৈরি হয়েছে৷
সোমবার টাটার ওই সংস্থার শেয়ার দর এসে দাঁড়ায় ৩,৩৫২.২৫ টাকায়৷ বাজার বন্ধের সময় তা ছিল ৩,২৮১.৬৫ টাকায়৷ এর ফলে সংস্থার বাজারমূল্য ৩ লক্ষ কোটি টাকা থেকে নেমে ২ লক্ষ ৯১ হাজার ৩৪০.৩৫ টাকায় এসে দাঁড়ায়৷ যার ফলে রাতারাতি গায়েব হয়ে যায় ২২ হাজার কোটি টাকা৷ উল্লেখ্য, টাইটানের মোট রোজগার গত অর্থবর্ষের শেষে ছিল ১১ হাজার ৪৭২ কোটি টাকা৷ গত অর্থবর্ষের শেষে তা ছিল ৯ হাজার ৪১৯ কোটি টাকা৷ সোনার দামের অস্থিরতা এর পিছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷ তবে সেই সঙ্গেই আশা, ব্র্যান্ডের সুনামকে কাজে লাগিয়ে দ্রুত ঘুরেও দাঁড়াবে টাইটান৷