• facebook
  • twitter
Monday, 5 January, 2026

‘সাদা কলারের সন্ত্রাসবাদ’ নিয়ে উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর

শিক্ষিতদের দেশবিরোধী ভূমিকায় কড়া বার্তা

দেশে ধীরে ধীরে এক নতুন ও বিপজ্জনক প্রবণতা মাথাচাড়া দিচ্ছে বলে সতর্ক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, ভারতে ‘সাদা কলারের সন্ত্রাসবাদ’ ক্রমশ বাড়ছে। একশ্রেণির উচ্চশিক্ষিত মানুষই দেশবিরোধী ও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছেন। শুক্রবার ভোপালের নোবেলস বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আজকের দিনে শিক্ষিত সমাজের একাংশ যে পথে এগোচ্ছে, তা অত্যন্ত চিন্তার। উচ্চ ডিগ্রি, পেশাগত সাফল্য থাকা সত্ত্বেও কিছু মানুষ সমাজ ও দেশের বিরুদ্ধে কাজ করছে। এই প্রবণতাই সাদা কলারের সন্ত্রাসবাদ।’ তাঁর মতে, শুধু অস্ত্রধারী জঙ্গি নয়, শিক্ষার আড়ালে থাকা এই ধরনের সন্ত্রাসবাদ ভবিষ্যতের জন্য আরও বড় বিপদজনক হয়ে উঠতে পারে।

Advertisement

এই প্রসঙ্গে রাজনাথ সিং গত বছরের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লা সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া গাড়িবোমা বিস্ফোরণের ঘটনাটির উল্লেখ করেন। তিনি বলেন, ‘ওই ঘটনায় যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা কেউ অশিক্ষিত নন। তাঁরা চিকিৎসক। যাঁদের হাতে থাকার কথা ছিল মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব, তাঁদের হাতেই পাওয়া গেল আরডিএক্স।’ প্রতিরক্ষামন্ত্রীর প্রশ্ন, ‘যাঁরা প্রেসক্রিপশনে ‘আরএক্স’ লেখেন, তাঁদের হাতে কেন আজ ‘আরডিএক্স’?’

Advertisement

নিজের বক্তব্যেই সেই প্রশ্নের উত্তর দেন তিনি। রাজনাথ সিংয়ের কথায়, ‘এই ঘটনাগুলি স্পষ্ট করে দেয়, শিক্ষা যদি নৈতিকতা ও মূল্যবোধের সঙ্গে যুক্ত না হয়, তাহলে তা সমাজের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। শিক্ষার লক্ষ্য শুধু চাকরি বা অর্থ উপার্জন নয়, মানুষের চরিত্র গঠন, নীতিবোধ এবং মানবিক মূল্যবোধ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, দিল্লির লাল কেল্লার কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় গাড়ির চালক ছিলেন চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর নবি বলে পরিচিত। তদন্তে নেমে পুলিশ ও জাতীয় তদন্তকারী সংস্থা হরিয়ানার আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও কাশ্মীরেও চিকিৎসকদের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী চক্রের সন্ধান মিলেছে বলে তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে।

Advertisement